লাইফস্টাইল ডেস্ক : বিশেষ মানুষের সঙ্গে দেখা করতে যাওয়ার আগে কেন আমরা বারবার আয়না দেখি? পোশাকের দিকে বেশি নজর কেন দেই, এটা কি কখনও ভেবে দেখেছেন? আমরা সবাই কম বেশি মনে করি যে, আমাদের স্টাইল ও আমরা কী ধরনের পোশাক পরছি সেটি বিপরীত মানুষ লক্ষ করেন।
আপনি কী ধরনের পোশাক পরছেন এবং পোশাকের রং কেমন সেটি কিন্তু বিপরীতের বিশেষ মানুষের ওপর প্রভাব ফেলতেই পারে। সামনে আসছে বিশ্ব ভালোবাসা দিবস, এদিন অনেকেই প্রিয় মানুষের সঙ্গে দেখা করার পরিকল্পনা করেছেন।
প্রিয় মানুষের সঙ্গে কী রঙের পোশাক পড়লে বেশি ভালো দেখাবে আপনাকে, এমনকি কোন পোশাক পরলে দেখা মাত্রই মুগ্ধ হয়ে যেতে পারেন তিনি এ নিয়ে বিস্তারিত আলোচনা থাকছে এ প্রতিবেদনে-
ভালোবাসার রং কি শুধুই লাল?
ভালোবাসার কথা মনে হলেই আমাদের মাথায় প্রথম লাল রঙের কথাই আসে। লাল ভালোবাসার রং, এ কথা আমরা সবাই মনেপ্রাণে বিশ্বাস করি। কিন্তু নতুন প্রজন্ম অন্য কথা বলছে। নতুন প্রজন্মের একাংশ মনে করেন, লাল নয় বরং অন্য একটি রঙকে ভালোবাসার রং হিসেবে গ্রহণ করা যেতে পারে। আর এই রঙের পোশাক পরেই নাকি দেখা করতে যাওয়া উচিত।
এতে বিশেষ মানুষ তো মুগ্ধ হবেনই, এমনকি আপনার প্রেমে পাগলও হয়ে যেতে পারেন। ফ্যাশনে রং ও রঙের ব্যবহার নিয়ে অনেক গবেষণাই হয়ে আসছে। কোন রঙের মানুষের মননে কেমন প্রভাব ফেলে, তা নিয়ে রীতিমতো চিন্তাভাবনা করা হয়।
কী বলছে গবেষণায়?
ভালোবাসার রং নিয়ে একাধিক গবেষণা করা হয়েছে। ব্রিটেনস ইউনিভার্সিটি অফ লিংকন -এর তরফে একটি গবেষণা করা হয়। সেই গবেষণায় উল্লেখ করা হয় যে, লাল রঙের পোশাক পরলে কোনো ব্যক্তি নিজেকে আরও বেশি আকর্ষণীয় অনুভব করেন। কিন্তু আরও কয়েকটি বিষয়ও এখানে গুরুত্ব পায়। অর্থাৎ শুধু লাল রং পরলেই হবে না।
পাশাপাশি অন্যান্য রংকেও গুরুত্ব দিতে পারেন। ভালোবাসা দিবসে দেখা করতে সেই রঙের পোশাকও পরতে পারেন। তবে কোন রঙের পোশাক পরার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা?
কোন রংকে গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা?
বিশেষজ্ঞরা গুরুত্ব দিচ্ছেন কালো রংকে। তারা বলেছেন, কালো রং বুঝিয়ে দিতে পারে আপনি ফ্যাশন সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল থাকেন। এ গবেষণার প্রধান গবেষক রবিন বলেন, ‘লাল রং আপনার অ্যাপিয়ারেন্সকে আরও সুন্দর এবং আকর্ষণীয় করে তুলতে পারে। আপনাকে দেখতেও ভালো লাগতে পারে। কিন্তু প্রিয়জনের সঙ্গে দেখা করতে গেলে কালো রঙের পোশাক পরাই বেশি ভালো। আপনাকে আরও আকর্ষণীয় দেখায়।’
লাল না কালো?
কালো ও লাল রঙের মধ্যে কোনটিকে বেছে নেবেন আপনি? এই প্রশ্নই মনে আসছে তো। রবিনের মতে, লালকে হয়তো ভালোবাসা বা প্রেমের রং হিসেবে গ্রহণ করা হয়েছে। কিন্তু সাম্প্রতিক গবেষণায় কালো রংকেও যথেষ্ট গুরুত্ব দেয়া হয়েছে। কালো এবং লাল রং যে সমানভাবে আকর্ষণীয়, তা উল্লেখ করেছে। আসলে এই দুই রং আপনাকে আকর্ষণীয় করে তুলতে পারে। আলাদা আলাদাভাবে দুই রঙেরই গুরুত্ব আছে।
ভালোবাসা দিবসে কীভাবে সাজবেন?
ভালোবাসা দিবস কিংবা অন্যান্য যেকোনো দিন বিশেষ মানুষের সঙ্গে দেখা করতে গেলে আপনি লাল বা কালো রঙের পোশাক বেছে নিতেই পারেন। কারণ, এই দুই রং আপনাকে আকর্ষণীয় করে তোলে। বিপরীতের মানুষটির মনেও প্রভাব তৈরি করে।
কালো রঙের ওয়েস্টার্ন ড্রেস, ক্যাজুয়াল বা স্কার্টও পরতে পারেন। কালো রঙের শাড়িও পরতে পারেন আপনি। লাল রঙের পোশাকি সব সময়ই ফ্যাশনে ইন। তাই লাল রঙের পোশাক পরে যেতেই পারেন। দেখতে খুব সুন্দর লাগবে আপনাকে।
সূত্র: এই সময়
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।