নিউইয়র্কে প্রথমবারের মতো মঞ্চ মাতাবেন ইমরান-কনা

ইমরান-কনা

বিনোদন ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রথমবারের মতো মঞ্চ মাতাবেন বাংলাদেশের জনপ্রিয় দুই কণ্ঠশিল্পী ইমরান ও কনা।

ইমরান-কনা

রোববার (১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় কুইন্স থিয়েটারের মঞ্চে তারা সংগীত পরিবেশন করবেন। ।

প্রবাসের জনপ্রিয় উপস্থাপিকা শামসুন্নাহার নিম্মির উপস্থাপনায় ও গ্যালাক্সি মিডিয়ার আয়োজনে ‘মেলোডিয়াস নাইট’ শীর্ষক সংগীতানুষ্ঠানের সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার আরটিভি।

নুসরাতের শ্বশুর-শাশুড়ির সঙ্গে কেন ছবি নেই?

গ্যালাক্সি মিডিয়ার বদরুদ্দোজা সাগর জানান, অনুষ্ঠানের দিন কুইন্স থিয়েটার (Flushing Meadows Corona Park, 14 United Nations Avenue, Queens, NY 11368) এর বক্স অফিসেও টিকেট কেনার সুযোগ থাকবে।