আন্তর্জাতিক ডেস্ক : অতীতের ভুলের জন্য পিটিআইকে অনেক বেশি খেসারত দিতে হয়েছে বলে স্বীকার করলেন পাকিস্তানের অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেন, প্রার্থী বাছাইয়ে দল এখন আরো প্রজ্ঞার পরিচয় দেবে এবং আদর্শিক কর্মীদের অগ্রাধিকার দেবে।
মঙ্গলবার (০৫ এপ্রিল) লাহোরের পাঞ্জাব গভর্নর হাউসে এক অনুষ্ঠানে বক্তৃতায় তিনি কর্মীদের নির্বাচনের প্রস্তুতি নেয়ার নির্দেশনা দিয়েছেন বলে ডন এর খবরে বলা হয়েছে।
তিনি বলেন, আগামীতে রাজনৈতিক দর্শন ভালোভাবে পর্যালোচনা করার পর প্রার্থীদের দলীয় টিকিট দেয়া হবে। অতীতে আমরা ভুল করেছি, তার খেসারতও দিয়েছি। এখন ভুল থেকে শিক্ষা নিয়ে পরবর্তীতে প্রার্থী বাছাই করতে হবে।
দলের কঠিন সময়েও যারা নিজেদের সমর্থন বজায় রেখেছেন, সেই সব এমপিদের এবারো দলীয় টিকিট দেয়া হবে বলে জানালেন ইমরান খান। তার সরকারের বিরুদ্ধে ব্যাপক বিদেশি ষড়যন্ত্র হওয়ার যে অভিযোগ আগে তিনি করেছিলেন, এবারো তার পুনরাবৃত্তি করেন। এ সময়ে তার বিরুদ্ধে বিরোধীদের অনাস্থা ভোটের উদাহারণ টানেন তিনি।
ইমরান খান বলেন, পাকিস্তানের সরকার পরিবর্তনে বিদেশে বসে ষড়যন্ত্র হয়েছে। সেখানে ষড়যন্ত্রকারীদের সঙ্গে এখানের বিশ্বাসঘাতকেরাও যোগ দিয়েছিল। অধিকাংশ লোক না জেনেই এই পরিকল্পনায় সমর্থন দিয়েছেন। আসছে নির্বাচনে এসব থেকে অনেক শিক্ষা নিতে হবে। যারা এই ষড়যন্ত্রে অংশ নিয়েছিলেন, তারা কেবল হেরেই যাননি, নিজেদের রাজনৈতিক কবরও খুঁড়েছেন।
লাহোরের একটি ব্যক্তিগত মালিকানাধীন হোটেলে অবস্থান করা পিটিআই এমপিদের উদহারণ টেনে ইমরান খান বলেন, পুরো জাতির সামনে তাদের চরিত্র স্পষ্ট হয়ে গেছে। তারা পিটিআইয়ের টিকিটে এমপি নির্বাচিত হয়ে নিজেদের আত্মাকে বিক্রি করে দিয়েছেন।
বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে সুপ্রিমকোর্টের দারস্থ হওয়ার কথা জানিয়ে তিনি বলেন, কেবল তাদের রাজনীতি থেকে আজীবন নিষিদ্ধই না, কারাবন্দিও করতে হবে। এখন যদি তাদের প্রতারণার বিরুদ্ধে আমরা না দাঁড়াই, তবে আগামী প্রজন্ম আমাদের ক্ষমা করবে না। দেশের জন্য এক চূড়ান্ত সময়ে এসে আমরা দাঁড়িয়েছি।
সুপ্রিম কোর্ট নীতিগত বিষয়ে হস্তক্ষেপ করে না : পাকিস্তানের প্রধান বিচারপতি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।