পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে কারাগারে সাক্ষাৎ করেছেন তার বোন উজমা খান। সাক্ষাতের পর তিনি গণমাধ্যমকে জানান, তার ভাই ‘সম্পূর্ণ সুস্থ’ আছেন। এর মাধ্যমে ইমরানের স্বাস্থ্য সংক্রান্ত সব ‘গুজবের’ অবসান হলো। সম্প্রতি আফগানিস্তান ভিত্তিক একটি সংবাদমাধ্যম দাবি করেছিল, ইমরান খান আর বেঁচে নেই। ভারতীয় সংবাদমাধ্যমে সে খবর ফলাও করে প্রচার হয়। তবে পাকিস্তান সরকার বরাবরই বলেছে, ইমরান খান সম্পূর্ণ সুস্থ আছেন।

পাকিস্তানিও সংবাদমাধ্যম ডন-এর প্রতিবেদনে বলা হয়, আদিয়ালা জেল কর্তৃপক্ষ মঙ্গলবার (২ ডিসেম্বর) উজমা খানকে সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার অনুমতি দেয়। হাজারো পিটিআই সমর্থক এদিন জেলের বাইরে ভিড় করেন। আর উজমা ভেতরে গিয়ে ভাইয়ের সঙ্গে দেখা করেন।সাক্ষাতের পর সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ইমরান খানের শারীরিক অবস্থা পুরোপুরি ভালো। তবে তিনি খুব রাগান্বিত ছিলেন এবং বলেছেন যে তাকে মানসিকভাবে নির্যাতন করা হচ্ছে।’
তিনি আরও জানান, ইমরান খানকে সারাদিন একই কক্ষে রাখা হয় এবং খুব অল্প সময়ের জন্য বাইরে যেতে দেওয়া হয়। কারও সঙ্গে যোগাযোগেরও কোনো সুযোগ নেই। উজমা জানান, তাদের সাক্ষাৎ প্রায় ৩০ মিনিট স্থায়ী হয়।
এদিকে ইমরানের স্বাস্থ্য নিয়ে ছড়িয়ে পড়া গুজবে আতঙ্ক ছড়ায় তার রাজনৈতিক দল পিটিআই সমর্থকদের মধ্যে। তারা আজ ইসলামাবাদ হাইকোর্ট ও আদিয়ালা জেলের বাইরে বিক্ষোভ করেছেন। দলটির নেতাকর্মীরা জানান, গত কয়েক সপ্তাহ ধরে বারবার অনুরোধ সত্ত্বেও ইমরানের সঙ্গে পরিবার ও শীর্ষ নেতাদের সাক্ষাৎ করতে দেওয়া হচ্ছে না।
খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহাইল আফ্রিদির মতে, ২৭ অক্টোবর থেকে ইমরান খান বা তার স্ত্রী বুশরা বিবির সঙ্গে কাউকে দেখা করতে দেওয়া হয়নি।
সরল প্রেমেও লুকিয়ে থাকে শহরের চেয়ে বেশি রহস্য, ঝড় তুললো এই ওয়েব সিরিজ!
পিটিআইয়ের বিক্ষোভকে কেন্দ্র করে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



