ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে লক্ষ্য করে একের পর এক সমালোচনা-অভিযোগের বাউন্সার আর ইয়র্কার ছুড়ছে বিরোধীরা। ইমরানও গণজমায়েত ডেকে পাল্টা জবাব দেওয়ার যথাসাধ্য চেষ্টা করছেন। তবে এই রাজনৈতিক আলাপের মাঝেও অনেক সময় মুখ্য হয়ে উঠছে ইমরানের পারিবারিক জীবন। কেউ কেউ তার প্রেম আর বিয়ের প্রসঙ্গও টেনে আনছে সেই আলাপে।
এমন আলাপে অতিষ্ট ইমরান বুধবার একটি পাকিস্তানী গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, তার সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথকেও বিরোধীরা আক্রমণে লক্ষ্যবস্তু বানিয়েছিল। তার বিরুদ্ধেও ইহুদিদের হয়ে কাজ করার অভিযোগ এনেছিল।
ইমরান আরও বলেন, এমনকি অ্যান্টিক টাইলস পাকিস্তান থেকে অন্য দেশে রপ্তানি করার অভিযোগ এনে জেমিমার বিরুদ্ধে মিথ্যা মামলাও করা হয়েছিল।
অনাস্থা ভোটে ইমরান খানের পতনের পরও এপ্রিল মাসে ইমরানের সাবেক স্ত্রী জেমিমার যুক্তরাজ্যের বাড়ির সামনে বিক্ষোভের ডাক দিয়েছিল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ দলের ব্রিটেন প্রবাসী নেতারা। এই ঘটনায় জেমিমাও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলেছিলে, তার নব্বই দশকের করাচির বাড়ির মতোই পরিস্থিতি আবারও ফিরিয়ে আনছে মুসলিম লিগ সমর্থকরা। যে সময় তার ও তাদের সন্তানদেরকেও রাজনৈতিক আক্রমণের লক্ষ্যবস্ত বানানো হতো।
বুধবার ইমরান আরও দাবি করেছেন, বিরোধীরা এখন তার চরিত্রহননের চেষ্টায় মত্ত।
সূত্র: ডন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।