আন্তর্জাতিক ডেস্ক : নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের জন্য ইমরান খানকে ৫০ হাজার রুপি জরিমানা করেছে দেশটির নির্বাচন কমিশন। পাকিস্তানের গণমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
প্রতিবেদনে বলা হয়, খাইবার-পাখতুনখাওয়ার স্থানীয় নির্বাচনের আগে সোয়াতে এক জনসভার ভাষণ দিতে গিয়েই নির্বাচনী আচরণবিধি ভেঙেছেন অভিযোগ ওঠেছে পাক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। সোয়াতে ওই নির্বাচনী জনসভায় যোগ দেয়ার বিষয়ে ১৫ মার্চ ইমরান খানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয় নির্বাচন কমিশন।
তবে তিনি সেই নিষেধাজ্ঞা অমান্য করে পরদিনই সোয়াতে হাজির হন। নির্বাচনী বিধিভঙ্গের জন্য পাকিস্তানের নির্বাচনী কমিশন ইমরান খানকে দুবার নোটিশও দিয়েছে। খাইবার-পাখতুনখাওয়ার মালাকান্দ এলাকায় নির্বাচনী জনসভায় ভাষণ দেয়ায় সবশেষ নোটিশ দেয়া হয় ২১ মার্চ (গত সোমবার)।
৫০ হাজার রুপি জরিমানা ছাড়াও খাইবার-পাখতুনখাওয়ায় দ্বিতীয় ধাপের নির্বাচনের আগে যেকোনো জনসভায় ইমরান খানের অংশগ্রহণের ব্যাপারেও নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।