পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়েছেন, তার দুই পুত্র কাসিম ও সুলেমান পাকিস্তানে এসে তাকে দেখতে যাবেন। তবে তারা দেশটির রাজনীতি বা কোনো ধরনের আন্দোলনে অংশ নেবেন না বলেও নিশ্চিত করেছেন তিনি।
শনিবার আদিয়ালা কারাগার থেকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইমরান খান বলেন, ‘আমি আমার ছেলেদের সঙ্গে দেড় ঘণ্টা ফোনে কথা বলেছি। তারা পাকিস্তানে আসবে শুধুমাত্র আমার সঙ্গে দেখা করার জন্য, কিন্তু কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেবে না।’
তিনি আরও জানান, ‘অনেক দিন পর তাদের সঙ্গে কথা বলার সুযোগ হলো। এটা খুবই ভালো লেগেছে।’
পিটিআই প্রধান কারাগারে নিজের অবস্থার কিছুটা উন্নতির কথাও বলেন। তাঁর ভাষ্য, ‘এখন আমার জন্য পত্রিকাও আবার সরবরাহ করা হচ্ছে।’
উল্লেখ্য, ইমরান খানের দুই পুত্র কাসিম ও সুলেমানের মা হলেন জেমিমা গোল্ডস্মিথ। তিনি একজন ব্রিটিশ লেখিকা, প্রযোজক ও সাংবাদিক। ইমরান খান ও জেমিমা ১৯৯৫ সালে বিয়ে করেছিলেন এবং ২০০৪ সালে তাঁদের বিচ্ছেদ হয়। কাসিম ও সুলেমান তাদের মায়ের সঙ্গে যুক্তরাজ্যে বসবাস করেন।
পিটিআইয়ের ১০৮ জন সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
এদিকে পিটিআইয়ের ১০৮ জন সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে পাকিস্তানের আদালত। ২০২৩ সালে সেনাবাহিনীর বিরুদ্ধে বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে তাদের কারাদণ্ড দেওয়া হয়।
শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের মে মাসে দুর্নীতির মামলায় আদালতে হাজিরা দিতে গিয়ে গ্রেফতার হন ইমরান খান। এর প্রতিবাদে দেশব্যাপী সহিংস বিক্ষোভ শুরু হয়।
আদালত জানিয়েছে, অভিযুক্তদের মধ্যে ৫৮ জনকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এই ৫৮ জনের মধ্যে সংসদ সদস্য এবং জ্যেষ্ঠ নেতারাও রয়েছেন। বাকি ব্যক্তিদের এক থেকে তিন বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদের সাজা দেওয়া হয়েছে।
আদালতের আদেশ অনুযায়ী, অভিযুক্তদের মধ্যে পিটিআইর জাতীয় ও সিনেটের নেতা ওমর আয়ুব খান ও শিবলি ফারাজ রয়েছেন।
রায়ে বলা হয়েছে, প্রসিকিউশন সন্দেহাতীতভাবে অভিযুক্তদের বিরুদ্ধে তাদের মামলা প্রমাণ করতে সক্ষম হয়েছে।
আদালতের এ রায়ের নিন্দা জানিয়ে পিটিআই এক্স পোস্টে লিখেছে, ‘পাকিস্তানের বিচারিক ইতিহাসে প্রথমবারের মতো, এত দুঃখজনক ও লজ্জাজনক ঘটনা ঘটেছে যে (সংসদের) উভয় কক্ষের বিরোধী দলের নেতাদের কেবল এই ভিত্তিতে শাস্তি দেওয়া হয়েছে যে- তারা ইমরান খানের রাজনৈতিক বক্তব্য, জনপ্রতিনিধিত্ব এবং সাংবিধানিক সংগ্রামের অনুগত মিত্র ছিলেন।’
এছাড়া আদালতের এই রায়কে চ্যালেঞ্জ করবে বলেও জানিয়েছে পিটিআই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।