আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দী ইমরান খানের মুক্তির দাবিতে গত কয়েক সপ্তাহ ধরে বিক্ষোভ সমাবেশ করছে তার দল পিটিআই। ইসলামাবাদে তাদের পূর্বঘোষিত সমাবেশ নিয়ে এখন দেশটির রাজনীতি বেশ গরম। এতে আরও উত্তাপ ছড়িয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করকে জড়িয়ে ইমরানের প্রধান মিত্রের এক উপদেষ্টার বক্তব্য। জয়শঙ্করকে পিটিআিইয়ের সমাবেশে যোগ দিতে দাওয়াত দেয়ার কথা জানিয়েছেন ওই উপদেষ্টা।
জিও নিউজের খবর অনুযায়ী, পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী ও ইমরান খানের প্রধান মিত্র আলি আমিন গন্ডাপুরের তথ্যবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মোহাম্মদ আলি সাইফ তাদের প্রতিবাদ সমাবেশে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করকে যোগ দিতে দাওয়াত দেয়া হবে বলে জানিয়েছেন।
শুক্রবার জিও নিউজের এক অনুষ্ঠানে ব্যারিস্টার সাইফ বলেন, আমরা জয়শঙ্করকে আমাদের বিক্ষোভে যোগ দেয়ার জন্য দাওয়াত দিব। আমাদের জনগণের উদ্দেশে তিনি ভাষণ দেবেন। তিনি দেখবেন আমাদের গণতন্ত্র কতটা শক্তিশালী যেখানে প্রত্যেককে (তাদের মৌলিক অধিকার প্রয়োগের) প্রতিবাদ করার সুযোগ দেয়া হয়।
তবে ব্যারিস্টার সাইফের এমন প্রস্তাব ভালোভাবে নেয়নি পাকিস্তান সরকার। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এর তুমুল সমালোচনা করেছেন। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীকে দাওয়াত দেয়ার কথা বলায় পিটিাইয়ের নিন্দা করেছেন। তিনি বলেন, ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীকে তাদের নেতাকর্মীদের উদ্দেশে ভাষণ দেয়ার আমন্ত্রণ জানানো পিটিআইয়ের বিশ্বাসযোগ্যতা নিয়ে তারা নিজেরাই প্রশ্ন তুলেছে।
চলতি মাসের মাঝামাঝি সময়ে পাকিস্তানে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে যোগ দিতে ১৫ ও ১৬ অক্টোবর এস. জয়শঙ্করের পাকিম্তান সফরের কথা রয়েছে।
তবে এই এসসিও সম্মেলনের মধ্যে ইসলামাবাদে সমাবেশ করার চেষ্টা করছে পাকিস্তানের সাবেক ক্ষমতাসীন দল পিটিআই। যদিও এই পূর্বঘোষিত সমাবেশ ঠেকাতে শুক্রবার সকাল থেকে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে মোবাইল নেটওয়ার্ক সেবা বন্ধ করে দেয়া হয়। কাছাকাছি দূরত্বে অবস্থিত শহর দুটিতে ঢোকার সব রাস্তা বন্ধ করে দেয়া হয়। গত বুধবার থেকে ইসলামাবাদে ১৪৪ ধারা জারি করা হয়।
তবে এত পুলিশি কড়াকড়ি সত্ত্বেও সমাবেশের করার সিদ্ধান্তে অনড় থাকে পিটিআই। বিভিন্ন বাধা উপেক্ষা করে ইমরান খানের সমর্থকেরা বিভিন্ন দিক থেকে ইসলামাবাদ অভিমুখে রওনা হয়েছেন। এতে পুলিশের সঙ্গে বিভিন্ন জায়গায় তাদের সংঘর্ষের খবর পাওয়া গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।