আন্তর্জাতিক ডেস্ক : তথ্য প্রযুক্তির যুগে মানুষের জীবন অনেকটা সহজ হয়েছে। ঘরে বসেই সব কিছু অর্ডার করেই পেয়ে যান নিত্য প্রয়োজনীয় পণ্য। অনেক সময় এক পণ্য অর্ডার দিলে আরেক পণ্য চলে আসলে বিড়ম্বনাতেও পড়তে হয়। তবে যদি বক্স খুলে প্রয়োজনীয় পণ্যের পরিবর্তে বিষধর সাপ বের হতে দেখেন, তাহলে তা শুধু বিড়ম্বনাই থাকে না। এটি হয়ে যায় জীবনের জন্য শঙ্কারও। এমনই একটি ঘটনার মুখোমুখি হয়েছেন ভারতের কর্ণাটকের এক নারী।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ওই নারী কর্ণাটকের সারজাপুর রোডের বাসিন্দা। তিনি ইকমার্স সাইট অ্যামাজনে একটি এক্সবক্স কন্ট্রোলার অর্ডার দিয়েছিলেন। তবে তাঁর বাড়িতে অ্যামাজন থেকে যে বক্সটি আসে তা খুলে সাপ দেখতে পান ওই নারী। তবে সাপটি প্যাকেটে ভালোভাবে টেপ দিয়ে প্যাঁচানো থাকায় তাঁর কোনো ক্ষতি হয়নি।
In a shocking incident, a family on Sarjapur Road received a live Spectacled Cobra with their Amazon order for an Xbox controller.
The venomous snake was fortunately stuck to packaging tape, preventing harm.#ITReel #Sarjapur #AmazonOrder #SnakeInAmazonOrder pic.twitter.com/EClaQrt1B6
— Prakash (@Prakash20202021) June 19, 2024
এ ঘটনার ভিডিও ভুক্তভোগী নারী তাঁর এক্স হ্যান্ডলে শেয়ার করেছেন। ধারণা করা হচ্ছে, সাপটি একটি স্পেকট্যাক্লড কোবরা। এটি অত্যন্ত বিষাক্ত সাপের প্রজাতি।
ওই নারী সাপটিকে শেষ পর্যন্ত নিরাপদ স্থানে নিয়ে ছেড়ে দিয়েছেন বলে জানা গেছে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এক্স হ্যান্ডলে অ্যামাজনের পক্ষ থেকে বলা হয়, ‘আপনার যে অসুবিধা হয়েছে তার জন্য আমরা দুঃখিত। আমরা বিষয়টি চেক করতে চাই। আপনি বিস্তারিত জানান। আমাদের টিম দ্রুত আপনার সঙ্গে যোগাযোগ করবে।’
এ ঘটনার প্রতিক্রিয়া এক্সে এক ব্যবহারকারী লেখেন, ‘অ্যামাজন এখন কোবরাও ডেলিভারি করছে!’ আরেক ব্যবহারকারী লেখেন, ‘আজকাল অনলাইন ডেলিভারিতে আমার আস্থা হারাচ্ছি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।