সাদা রঙের টিউব টপে উন্মুক্ত ক্লিভেজ, নেটদুনিয়ায় ঝড় তুললেন নেহা

নেহা মালিক

বিনোদন ডেস্ক : নেহা মালিক (Neha Malik) পঞ্জাবি ও হিন্দি বলয়ের অনেকের কাছেই যথেষ্ট পরিচিত নাম। মিউজিক ভিডিও ‘ধুপ মেঁ না চল’-এর মাধ্যমে নেহা লাইমলাইটে আসেন। এছাড়াও কয়েকটি হিন্দি ও পঞ্জাবি ফিল্মে অভিনয় করেছেন নেহা। 2013 সালে ইউটিভি বিন্দাস চ্যানেলে ‘ফিয়ারলেসল নামে একটি টেলিভিশন সিরিয়ালে দেখা গিয়েছিল তাঁকে। 2020 সালে মুক্তি পেয়েছিল নেহা অভিনীত ফিল্ম ‘মুসাফির 2020’। তবে সোশ্যাল মিডিয়ায় একাধিক ব্র্যান্ড এনডোর্সমেন্ট করেন নেহা। শেয়ার করেন নিত্যনতুন ফটোশুট ও ইন্সটাগ্রাম রিল।

নেহা মালিক

সাম্প্রতিক কালে নেহার একটি ভিডিও নেটদুনিয়ায় যথেষ্ট ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে নেহার পরনে রয়েছে সাদা রঙের টিউব টপ ও আকাশী রঙের ট্রাউজার। টিউব টপের নেকলাইন সামান্য ডিপ হওয়ার কারণে উন্মুক্ত রয়েছে নেহার ক্লিভেজ। হাই ওয়েস্ট ট্রাউজারের সাথে নেহা টিম আপ করেছেন একটি সাদা-নীল রঙের ব্লেজার। ব্লেজারটি ফুলস্লিভ। ফ্রন্ট ওপেন ব্লেজারের সামনের অংশে রয়েছে দুটি পকেট।

এই পোশাকের সাথে নেহার মেকআপ যথেষ্ট উজ্জ্বল। মভ শেডের আইশ‍্যাডো ও কালো আইলাইনারের ব্যবহার তাঁর দুই চোখকে আকর্ষক করে তুলেছে। ঠোঁট রাঙানো মভ শেডের গ্লসি লিপস্টিকে। চিকবোনে রয়েছে গোলাপি ব্লাশারের ব্যবহার। খোলা চুলে রয়েছে হালকা কার্ল।

Apple-এর ইতিহাসে এই প্রথম! 24MP ফ্রন্ট ক্যামেরা নিয়ে বাজারে আসবে নতুন iPhone

এই ড্রেসের সাথে নেহার দুই কানে রয়েছে মানানসই সাদা মুক্তোর স্টাড। ডান হাতে রয়েছে স্টোন স্টাডেড আংটি। পায়ে রয়েছে বেজ রঙের স্টোন স্টাডেড হাই হিলস। ভিডিওটির কমেন্ট সেকশনে নেহার অনুরাগীদের একাংশ তাঁর সৌন্দর্যের প্রশংসা করেছেন। 2012 সালে ‘আরব ফ্যাশন উইক’-এ ‘গর্জাস উওম্যান’-এর তকমা পেয়েছিলেন নেহা। সাম্প্রতিক কালে রিলিজ করেছে নেহা অভিনীত ফিল্ম ‘আপনি তো পার্টি’। এই ফিল্মটি পরিচালনা করেছেন রাহুল খান (Rahul Khan)।