বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : প্রথমবারের মত দেশে মোবাইলফোন গ্রাহকের জন্য কিস্তিতে স্মার্টফোন বিক্রির সিদ্ধান্ত দিয়েছে নিয়ন্ত্রকসংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এর ফলে গ্রাহক টেলিকম অপারেটরের কাছ থেকে শর্তসাপেক্ষে কিস্তিতে স্মার্টফোন ক্রয় করতে পারবেন। শিগগিরই সেবাটি চালু হবে।
বিটিআরসির হিসেবে, দেশে মোবাইল ফোন ব্যবহারকারী ১৮ কোটির বেশি। তাদের বেশির ভাগই ফিচার ফোন ব্যবহার করেন। পরিসংখ্যান ব্যুরোর তথ্যানুয়ায়ী, ফিচার ফোন ব্যবহাকারীর সংখ্যা মোট মোবাইল ফোন ব্যবহারকারীর প্রায় ৬০ শতাংশ।
বিটিআরসির দাবি, স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট ফোনের ব্যবহার বাড়াতে কিস্তিতে ফোন বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একজন গ্রাহক একটি স্মার্টফোন সবোর্চ্চ ১২ মাসের কিস্তিতে কিনতে পারবেন।
বিটিআরসি ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ জানিয়েছেন, ফোন সেট হবে দুটি সিম ব্যবহার উপযোগি। এর একটি সিম লক থাকবে। আরেকটি গ্রাহক তার পছন্দমত ব্যবহার করতে পারবেন। কিস্তি পরিশোধ শেষে লক সিমটিও খুলে দেওয়া হবে। অর্থাৎ তখন দুটি সিমই গ্রাহকরা পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারবেন।
শাওমি বাংলাদেশের আঞ্চলিক কর্মকর্তা জিয়াউদ্দিন চৌধুরী বলেন, নতুন সিদ্ধান্তের কারণে স্মার্টফোনের চাহিদা বাড়বে। টেলিকম অপারেটদের চাহিদা অনুযায়ী স্মার্টফোন তৈরি ও সরবরাহের ব্যবস্থা করবেন উৎপাদনকারীরা।
রবির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম জানান, ইতোমধ্যে কিস্তিতে ফোন সেট বিক্রির বিষয়ে মোবাইল অপারেটররা উৎপাদকারীদের সঙ্গে আলোচনা শুরু করেছেন।
আগামী দুই মাসের মধ্যেই এই সিদ্ধান্ত বাস্তবায়ন সম্ভব। তবে গ্রাহক স্বার্থ বিবেচনায় কিস্তির সময় ২৪ বা ৩৬ মাস করার পাশাপাশি শর্ত পরিবর্তনের দাবি অপারেটরদের। আমদানি করা স্মার্টফোনের জন্যও একই সুবিধা চায় মোবাইল অপারেটররা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।