বিনোদন ডেস্ক : নতুন বছরের প্রথম দিন জাপানের মধ্যাঞ্চলে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। গতকাল প্রায় দেড় ঘণ্টার মধ্যে অন্তত ২০ বার ভূমিকম্প হয়েছে জাপানে। সে সময় জাপানেই অবস্থান করছিলেন দক্ষিণী অভিনেতা জুনিয়র এনটিআর।
জাপানে প্রাকৃতিক বিপর্যয়ের খবর প্রকাশ্যে আসতেই তাঁর অনুরাগীরা তাঁকে নিয়ে চিন্তায় পড়ে যান।
তবে সকলের চিন্তা মুক্ত করেছেন অভিনেতা নিজেই। দেশে ফিরেছেন অভিনেতা। সে কথা নিজের ‘এক্স’ প্রোফাইলে এক পোস্টের মাধ্যমে জানিয়েছেন তিনি।
জুনিয়র এনটিআর লিখেছেন, ‘জাপান থেকে নিরাপদে দেশে ফিরে এসেছি।
গত এক সপ্তাহ পুরোটাই জাপানে ছিলাম। যে ভয়াবহ ভূমিকম্পের মুখে পড়লাম তাতে সত্যিই আমি ভয় পেয়েছিলাম। সুনামি এবং ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত সকল জাপানবাসীর জন্য আমার সহানুভূতি রইল। খুব তাড়াতাড়ি পরিস্থিতির মোকাবিলা হোক এটাই আশা রাখব।
’
নতুন বছরের শুরুতেই ধামাকা, নিউ ইয়ারের উষ্ণতা বাড়ালেন এই তরুণী
২০২২ সালে ‘আরআরআর’ ছবিটির প্রচারের জন্য জাপানে গিয়েছিলেন তিনি। সেখানে জুনিয়র এনটিআর-এর অনুরাগীর সংখ্যাও কম নয়। ‘আরআরআর’ দিয়ে বিশ্ব কাঁপানোর পর দক্ষিণী তারকা জুনিয়র এনটিআর দর্শকদের উপহার দিতে চলেছেন তার পরবর্তী ছবি ‘দেবারা’। এই ছবির পোস্টার ইতোমধ্যেই ঝড় তুলেছে।
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.