জুমবাংলা ডেস্ক : সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগামীকাল রবিবার ঈদুল আজহা উদ্যাপন করতে যাচ্ছেন দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ-সাতকানিয়াসহ অন্তত ৬০ গ্রামের মানুষ। তাঁরা হলেন সাতকানিয়ার মির্জাখীল দরবার ও চন্দনাইশের জাঁহাগিরিয়া শাহ সুফি মমতাজিয়া দরবারের অনুসারী।
সুফি সাধক মাওলানা মোখলেসুর রহমান ২০০ বছর আগে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজ আদায় করার নিয়ম প্রবর্তন করেন। সেই থেকে এ নিয়ম মেনে আসছেন তাঁর ভক্ত ও অনুসারীরা।
অস্কারজয়ী অ্যানিকে ১০ জনের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার প্রস্তাব দিয়েছিলেন
চন্দনাইশ জাঁহাগিরিয়া দরবারের পীর শাহ সুফি সৈয়দ মোহাম্মদ আলী দরবারের ঈদের জামাত পরিচালনা করবেন। তিনি বলেন, ‘আমরা হানাফি মাজহাবের অনুসারী হিসেবে সৌদি আরবের মক্কা ও মদিনা শরিফ তথা আরব বিশ্বে চাঁদ দেখার সঙ্গে মিল রেখে সুফি সাধক মোখলেসুর রহমানের দেখানো পথ অনুসরণ করে রোজা ও দুই ঈদের নামাজ আদায় করে আসছি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।