সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : মানিকগঞ্জ জেলায় ২২.২ শতাংশ মানুষ গরীব। এর মধ্যে সবচেয়ে বেশি গরীব ঘিওর উপজেলায়। এ উপজেলায় গরীবের হার ৩৪.৬ শতাংশ। আর সবচেয়ে কম গরীব সিংগাইর উপজেলায়। সিংগাইরে গরীবের হার ১২.৬ শতাংশ। সূত্র: বিবিএস (বাংলাদেশের দারিদ্র্য ম্যাপ ২০২২)
বিবিএসের তথ্য অনুযায়ী, ঘিওরের পরে সবচেয়ে বেশি গরীব দৌলতপুর উপজেলায়। এ উপজেলায় গরীব মানুষ ৩১.৪ শতাংশ। একইভাবে শিবালয়ে ২৫.৬, হরিরামপুরে ২৩.৮, মানিকগঞ্জ সদরে ২০.৯ ও সাটুরিয়া উপজেলায় ১৭.৬ শতাংশ গরীব মানুষের বাস।
তবে স্বস্তির খবর হলো গত এক যুগে জেলায় মোট দারিদ্র কমেছে ১৭ শতাংশ। ২০১০ সালে জেলার দারিদ্র্যের হার ছিল ৩৯.২ শতাংশ। সেখানে থেকে দারিদ্র্য কমে ২০২২ সালে এসে দারিদ্র্যের হার দাঁড়িয়েছে ২২.২ শতাংশে। ২০১০ সালে সবচেয়ে বেশি গরীব ছিল দৌলতপুর উপজেলায় ৪৯.২ শতাংশ। দারিদ্র্যের হার কমিয়ে দৌলতপুর এখন ৩১.৪ শতাংশে নেমে এসেছে। এক যুগে দৌলতপুর উপজেলায় দারিদ্র্যতার হার কমেছে ১৭.৮ শতাংশ।
এ বছর দৌলতপুরের পরেই ছিল শিবালয়ের অবস্থান। শিবালয়ে দারিদ্র্যের হার ছিল ৪৮.১ শতাংশ। ২০২২ সালে তা কমে দাঁড়িয়েছে ২৫.৬ শতাংশে। অর্থাৎ শিবালয়ে দারিদ্র্যতা কমেছে ২২.৫ শতাংশ। একইভাবে ৪১.৩ শতাংশ থেকে কমে হরিরামপুরের দারিদ্র্যতার হার এখন ২৩.৮ শতাংশ। এই উপজেলায় দারিদ্র্যতা কমেছে ১৭.৫ শতাংশ।
সিংগাইরে দারিদ্র্য ছিল ৩৭ শতাংশ, সেখান থেকে ২৪.৪ শতাংশ কমে এই উপজেলার দারিদ্র্য এখন ১২.৬ শতাংশ। ২০১০ মানিকগঞ্জ সদরে ৩৫.৭ শতাংশ মানুষ দারিদ্র্য ছিল, সেখান থেকে ১৪.৮ শতাংশ কমে সদরের দারিদ্র্যের হার ২০.৯। সাটুরিয়া উপজেলায় গত এক যুগে দারিদ্র্য কমেছে ১৬.৮ শতাংশ। এই উপজেলার দারিদ্র্যতার হার ৩৪.৮ থেকে কমে এখন ১৭.৬ শতাংশে দাঁড়িয়েছে।
একমাত্র দারিদ্র্যতার হার বেড়েছে ঘিওর উপজেলায়। ২০১০ সালে এই উপজেলায় দারিদ্র্যতার হার ছিল ৩২.৩ শতাংশ, ২০২২ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৩৪.৬ শতাংশে। অর্থাৎ গত এক যুগে ঘিওর উপজেলায় ২.৩ শতাংশ মানুষ আরও গরীব হয়েছে। ২০১০ সালে সবচেয়ে কম গরীব ছিল ঘিওরে আর ২০২২ এসে সবচেয়ে বেশি গরীব এই উপজেলায়।
বিবিএসের দারিদ্র্য জরিপ ২০২২ এর হিসেব অনুযায়ী গত এক যুগে সবচেয়ে বেশি দারিদ্র্য কমেছে শিবালয় উপজেলায়। এ উপজেলায় মোট দারিদ্রতা কমার হার ২২.৫ শতাংশ।
মানিকগঞ্জ জেলার মোট জনসংখ্যা ১৫ লাখ ৫৮ হাজার ২৪ জন। এর মধ্যে ৩ লাখ ৪৫ হাজার ৮৮১ জন গরীব। অর্থাৎ এই জেলার মোট জনসংখ্যার ২২.২ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করে। এরমধ্যে মানিকগঞ্জ সদর উপজেলায় ৬৪ হাজার ৬৬৭, ঘিওর উপজেলায় ৫০ হাজার ৬১৭, দৌলতপুরে ১ লাখ ৩৪ হাজার ৩৬৪, শিবালয়ে ৪৩ হাজার ৯৯৯, হরিরামপুরে ৩৩ হাজার ১৫৭, সাটুরিয়ায় ৩০ হাজার ১৮২ ও সিংগাইর উপজেলায় ৩৬ হাজার ২১৮ জন দারিদ্র্য মানুষের বাস।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।