Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home যে মুসলিম দেশে বিবাহবিচ্ছেদে উৎসব করে নারীরা
    অন্যরকম খবর

    যে মুসলিম দেশে বিবাহবিচ্ছেদে উৎসব করে নারীরা

    Tarek HasanMay 1, 20243 Mins Read
    Advertisement

    অন্যরকম খবর ডেস্ক : পশ্চিম আফ্রিকার সুন্দর দেশ মৌরিতানিয়া। মরুভূমির তরুণী মেহেদি শিল্পী একাগ্রচিত্তে আলপনা আঁকছেন তাঁর আজকের খদ্দের ইসেলেখে জেইলানির হাতে। জেইলানি খুব সতর্ক, কোনোভাবেই যেন ভেজা মেহেদিতে দাগ না পড়ে! ঠিক যেমনটি ছিলেন বিয়ের আগের দিন।

    মৌরিতানিয়া

    এবার কিন্তু তাঁর বিয়ে হচ্ছে না। হচ্ছে বিবাহ বিচ্ছেদ! এ উপলক্ষে পরদিন হবে উৎসব। জেইলানির মা এই আনন্দে নিমন্ত্রণ করেছেন শহরবাসীকে। উল্লসিত কণ্ঠে বলছেন, তাঁর মেয়ে এবং মেয়ের প্রাক্তন দুজনেই ভালোভাবে বেঁচে আছে।

    মায়ের কথা শুনে হাসলেন জেইলানি। তিনি তখন সামাজিক প্ল্যাটফর্ম স্ন্যাপচ্যাটে মেহেদির ছবি পোস্ট করতে ব্যস্ত। মেহেদির ছবি পোস্ট করা বিবাহবিচ্ছেদের ঘোষণার আধুনিক সংস্করণ হয়ে উঠেছে। যদিও মৌরিতানিয়ায় এটি বহু পুরোনো সংস্কৃতি। বিচ্ছেদের উৎসবে আগে ছিল নাচ, গান আর ভোজ। এখন সেলফি প্রজন্মে এসে যুক্ত হয়েছে সোশ্যাল মিডিয়া। আলপনা আঁকা কেক। মেয়েরা এখানে সোশ্যাল মিডিয়ায় গর্ব ভরে আনন্দের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেয়।

       

    অনেক দেশের সংস্কৃতিতে বিবাহবিচ্ছেদকে লজ্জাজনক হিসেবে দেখা হয়। তবে মৌরিতানিয়ায় এটি কেবল স্বাভাবিকই নয়, নারীদের কাছে আনন্দের উপলক্ষ! কারণ, শিগগিরই তাঁর আবার বিয়ে হবে। বহু শতাব্দী ধরেই সেখানে নারীরা আরেক নারীর বিবাহ বিচ্ছেদে উৎসব করে। খাওয়া–দাওয়া, নাচ ও গান এই উৎসবের অনুষঙ্গ। বর্তমানে যোগ হয়েছে কেক এবং সামাজিক প্ল্যাটফর্মে ছবি পোস্ট করা। ঐতিহ্যবাহী খাবার এবং সংগীতের সঙ্গে সেলফিও এখন অনেক গুরুত্ব বহন করে।

    মৌরিতানিয়া প্রায় শতভাগ মুসলিম দেশ। এখানে ঘন ঘন বিবাহবিচ্ছেদ হয়। অনেকে ৫ থেকে ১০ বার বিয়ে করে। কেউ কেউ ২০ বারেরও বেশি!

    অনেক বিশেষজ্ঞের মতে, দেশটিতে বিবাহবিচ্ছেদের হার বিশ্বে সর্বোচ্চ। তবে মৌরিতানিয়ায় এ প্রসঙ্গে খুব বেশি নির্ভরযোগ্য তথ্য নেই। এর আংশিক কারণ হচ্ছে, এখানে বিবাহবিচ্ছেদ প্রায়শই মৌখিক হয়, নথিভুক্ত নয়।

    দেশটিতে বিবাহবিচ্ছেদ এতটা সাধারণ কেন—সে প্রসঙ্গে দেশটির সমাজবিজ্ঞানী নেজওয়া এল কেত্তাব বলেন, মৌরিতানীয় সমাজের সংখ্যাগরিষ্ঠ মৌর সম্প্রদায় তাঁদের বাবার পূর্বপুরুষদের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে শক্তিশালী মাতৃতান্ত্রিক প্রবণতা পেয়েছে। দেশটির যাযাবর সম্প্রদায় নারীদের মর্যাদার কথা ছড়িয়ে দিয়েছে বহুদিকে। অন্যান্য মুসলিম দেশের তুলনায় মৌরিতানিয়ার নারীরা বেশ স্বাধীন।

    তিনি আরও বলেন, দেশটিতে বিয়েকে পেশা হিসেবেও নেওয়া যায়।

    এল কেতাব আরও বলেন, মৌরিতানিয়ায় একজন অল্পবয়সী তালাকপ্রাপ্ত নারী সমাজের কোনো সমস্যা নন। সেখানে তালাকপ্রাপ্ত নারীদের অভিজ্ঞ এবং কাম্য হিসেবে দেখা হয়। বিবাহবিচ্ছেদ নারীদের মূল্য বাড়িয়ে দেয়।

    অনেক নারী বিবাহবিচ্ছেদকে স্বাধীনতার উপলক্ষ হিসেবে পান। বিশেষ করে প্রথম বিয়ের আগে বা বিয়ের সময় কখনো স্বপ্নেও বিচ্ছেদের কথা ভাবেননি এমন নারীর ক্ষেত্রে এমনটি বেশি ঘটে।

    বিবাহবিচ্ছেদের ব্যাপারে মৌরিতানিয়ার মানুষদের এই যে খোলামেলা চর্চা, এটি সচেতন প্রগতিশীল চর্চার বিষয় নয়, বরং এটি তাঁদের শত শত বছরের ঐতিহ্য। অভিভাবকেরা এখনো নিজেরাই পাত্র পছন্দ করেন এবং কন্যাদের বিয়ে দেন। এখানে এক-তৃতীয়াংশেরও বেশি মেয়ের বিয়ে হয় ১৮ বছর বয়সে। এত কম বয়সে তাদের সঙ্গী পছন্দ করার সুযোগ থাকে না।

    এখানে বিশেষ পরিস্থিতিতে নারীরাও বিবাহ বিচ্ছেদের পদক্ষেপ নিতে পারেন। বিবাহবিচ্ছেদের পর সন্তানের অভিভাবকত্ব পাওয়ার ক্ষেত্রে সাধারণ নারীরা অগ্রাধিকার পান। যদিও পুরুষেরা তাদের সন্তানদের ভরণপোষণের জন্য অর্থ দিতে আইনত দায়বদ্ধ। কিন্তু বাস্তবে বিচ্ছেদের পর নারীদেরই সন্তান প্রতিপালনের মূল বোঝা বহন করতে হয়।

    অনেক নারী আছেন যারা কখনোই বিবাহবিচ্ছেদের কথা ভাবেন না। এরপরও বিচ্ছেদ যদি ঘটেই যায়, তাহলে নারীদের সমাজে সমস্যায় পড়তে হয় না। কারণে এখানে এমন নারীদের কেউ নিন্দা করে না, বরং সমর্থন জানায়। সমাজই পরিস্থিতিকে সহজ করে তোলে।

    কারও বিচ্ছেদ হওয়ার পর আয়োজিত উৎসবে অনেক নারী জড়ো হন। তাঁরা সমবেত কণ্ঠে গান করেন। তাঁরা প্রেমের গান গাইতে থাকেন। এরপর নবী মুহাম্মদের (সা.)–এর প্রতি প্রেম ও প্রশস্তি গাওয়া হয়। ঢোলের তালে তালি বাজানো হয়। কখনো কখনো অবশ্য মরুর বিষাদ সংগীতও গাওয়া হয়। আয়োজন থাকে প্রচুর খাবারের: উটের মাংস, খেজুরের নানা পদ, রুটি।

    বিরাট-অনুশকার ডেটিং জীবনের তথ্য ফাঁস

    মৌরিতানিয়া হলো যাযাবর, উট আর আকাশ ভরা তারা ও উজ্জ্বল চাঁদের দেশ। কখনো কখনো ১০ লাখ কবির দেশও বলায় একে। হয়তো এ কারণেই এখানে বিবাহবিচ্ছেদও কাব্যিক!

    দ্য নিউ ইয়র্ক টাইমস থেকে অনূদিত ও সংক্ষেপিত

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    অন্যরকম উৎসব করে খবর দেশে নারীরা বিবাহবিচ্ছেদে মুসলিম মৌরিতানিয়া
    Related Posts
    এক বিছানায় না ঘুমানো

    জাপানে বিবাহিত জীবনের ভিন্ন ধারা: জনপ্রিয় হচ্ছে আলাদা ঘুমানো ও সেপারেশন বিয়ে

    September 16, 2025
    Photos

    দুটি ছবির মধ্যে তিনটি পার্থক্য রয়েছে, ১৫ সেকেন্ডে খুঁজে পেলেই আপনি জিনিয়াস

    September 14, 2025
    ধাঁধা সমাধান

    কোন গ্লাসে বেশি পানি রয়েছে? বুদ্ধিমান মানুষরাও সঠিক উত্তর দিতে ব্যর্থ হয়েছেন

    September 14, 2025
    সর্বশেষ খবর
    রশিদ খান

    ম্যাচ শেষে হতাশ আফগান অধিনায়ক রশিদ খান

    দুদকের মামলা

    রেলের সাবেক ডিজি তৌহিদুলসহ ৭ জনের বিরুদ্ধে দুদকের মামলা

    ১৭ বিয়ে করা বন কর্মকর্তা

    ১৭ বিয়ে করা সেই বন কর্মকর্তাকে পাঠানো হলো বনবাসে!

    ভারী বৃষ্টির পূর্বাভাস

    চার বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস, দেশজুড়ে বাড়তে পারে তাপমাত্রা

    ডাকসুর নতুন জিএস রাশেদ খান

    ডাকসুর নতুন জিএস হতে পারেন রাশেদ খান

    বাংলাদেশের স্যাটেলাইট-১

    হঠাৎ বিঘ্নিত হতে পারে বাংলাদেশের স্যাটেলাইট-১ সম্প্রচারে

    ওয়েব সিরিজ

    প্রাইম প্লের নতুন ওয়েব সিরিজ, একা দেখার মত সেরা!

    প্রেমিকাকে খুশি

    প্রেমিকাকে খুশি রাখার কার্যকরী উপায়, কাজ করবে মুহুর্তের মধ্যে

    প্রেস সচিব শফিকুল আলম

    ‘কঠিন ও অস্বস্তিকর প্রশ্ন করা সাংবাদিকদের অধিকার নয়, দায়িত্ব’— প্রেস সচিব

    Bonosree

    মৃত্যুর আগে ভিক্ষা করে ওষুধ সংগ্রহ করতেন অভিনেত্রী বনশ্রী

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.