শেষ পর্যন্ত এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। ইংলিশদের বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ম্যাচে রাখা হয়নি অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদকে। তার বদলে দলে জায়গা পেয়েছেন শেখ মেহেদি হাসান।

মাঠে নামছে বাংলাদেশ

মাহমুদউল্লাহ রিয়াদের বাদ পড়ে নিয়ে ম্যাচের আগের দিন থেকেই গুঞ্জন ছিল। আগের ম্যাচে কেবলমাত্র ৫ জন বোলার নিয়ে মাঠে নামার কারণে বেশ সমালোচনাই হয়েছিল।

কাগজের ঠোঙায় চপ-ঝালমুড়ি খাচ্ছেন? অজান্তেই ডাকছেন বিপদ

তবে ইংলিশদের মতো তারকাখচিত ব্যাটিং লাইনআপের বিপক্ষে সেই ঝুঁকি আর নেয়নি টাইগাররা। মাহমুদউল্লাহ রিয়াদের বদলে শেখ মেহেদিকে দলে নিয়ে বোলিং বিভাগকে কিছুটা হলেও শক্তিশালী করতে চেয়েছে বাংলাদেশ।