স্পোর্টস ডেস্ক: আর কয়েক দিন পরেই ভারতের মাটিতে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। আইসিসির এই মেগা ইভেন্টের জন্য অংশগ্রহণকারী দলগুলোর চূড়ান্ত স্কোয়াড ঘোষণার ডেডলাইন আগামীকাল (২৭ সেপ্টেম্বর) পর্যন্ত। টুর্নামেন্টে অংশগ্রহণকারী ১০ দলের মধ্যে ৮ দল ইতোমধ্যে নিজেদের বিশ্বকাপ খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে। তবে শ্রীলঙ্কার মতো এখনও দল ঘোষণা করেনি বাংলাদেশ।
কিছুদিন আগেও দেশের ক্রিকেটে দারুণ সময় কাটছিল। ভারত বিশ্বকাপের সুপার লিগের পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে শেষ করেছিল টাইগাররা। বিশ্ব আসরে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন তামিম ইকবাল। এরপরই যেন পাশার দানের মতো উল্টে গেল সব। পিঠের চোটের কারণে অধিনায়কত্ব ছেড়ে দলে অনিয়মিত হয়েছেন তিনি। এবার বিশ্বকাপে খেলা নিয়েও শঙ্কায় পড়েছেন এই ওপেনার।
বেশ নাটকীয়তার পর চোট কাটিয়ে চলমান নিউজিল্যান্ড সিরিজ দিয়ে আবারও দলে ফিরেছিলেন তামিম। প্রথম ওয়ানডে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে যাওয়ায় ব্যাটিংয়ের সুযোগ না পেলেও দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে ভালোই খেলেন তিনি। ইনজুরির শঙ্কায় শেষ ওয়ানডে থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তামিম। অবশ্য বিসিবি থেকে বিশ্রাম বলা হলেও, কিছুটা চোট আছে এই ওপেনারের।
এদিকে দেশের প্রথম সারির এক জাতীয় দৈনিকের খবর, তামিম এখনও পুরো ফিট নন, বিশ্বকাপের দল নির্বাচনের সময়ও নির্বাচকদের এটি বিবেচনায় নিতে বলেছেন তিনি। বিসিবির সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, তামিম নির্বাচকদের বলেছেন, যদি তাকে বিশ্বকাপ দলে নেওয়া হয়, তাহলে এটা (শতভাগ ফিট নন) মেনে নিয়েই নিতে হবে। দলে থাকলে তিনি তার সর্বোচ্চটা দিয়েই খেলার চেষ্টা করবেন বলে জানিয়েছেন, তবে তার পিঠের সমস্যার কথা গুরুত্ব সহকারে সামনে এনেছেন।
তামিম না হয়ে অন্য কোনো ক্রিকেটার এমন শর্ত দিলে হয়তো বা তাকে ছাড়াই স্কোয়াড সাজাতো টিম ম্যানেজমেন্ট। তবে তামিমের অভিজ্ঞতা দলের জন্য বাড়তি পাওয়া। তাই গত সোমবার রাতে তামিমের প্রসঙ্গ নিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসভবনে আলোচনায় বসেছিলেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে এবং ক্যাপ্টেন সাকিব আল হাসান। বোর্ড সভাপতি পাপনের সঙ্গে অধিনায়ক এবং প্রধান কোচের আলোচনা থেকেই চূড়ান্ত সিদ্ধান্ত আসার কথা।
তবে এ ব্যাপারে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি বিসিবি। আজ দুপুরে বিশ্বাকাপ দল দেওয়ার সম্ভাবনা রয়েছে। দল ঘোষণার পরই তামিম প্রসঙ্গে বিস্তারিত জানা যাবে। আপাতত ধারণা করা হচ্ছে, তামিমের অভিজ্ঞতা এবং তরুণ ওপেনারদের অফফর্ম বিবেচনায় স্কোয়াডে রাখা হতে পারে তামিমকে। তবে শেষ পর্যন্ত নাটক কোথায় গিয়ে ঠেকে, তার জন্য আর কিছু সময়ের অপেক্ষা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।