আগামীতে আমি রাজনীতিতে আসবো : বাপ্পী

বাপ্পী চৌধুরী

বিনোদন ডেস্ক : নারায়ণগঞ্জ-৪ আসনের ভোটার চিত্রনায়ক বাপ্পী চৌধুরী। যে আসনের বর্তমান সংসদ সদস্য আওয়মী লীগ নেতা শামীম ওসমান। রবিবার (৭ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ আসনে উপস্থিত থেকে ভোট দিয়েছেন বাপ্পী।

বাপ্পী চৌধুরী

ওইদিন বিকhলে নারায়ণগঞ্জ আদর্শ প্রাথমিক বিদ্যালয় গিয়ে ভোট প্রদান কর বাপ্পী বলেন, ‘আগামীতে আমি রাজনীতিতে আসবো।’

তিনি বলেন, ‘আমার ইচ্ছে আছে রাজনীতিতে। আমাদের ফিল্মের ফেরদৌস ভাই, মাহিয়া মাহিরা নির্বাচনে অংশ নিয়েছেন। তাদের জন্য আমাদের এই অঙ্গণ আলোকিত হচ্ছে। তাই আমারও ইচ্ছে আছে রাজনীতিতে আসার। এ ক্ষেত্রে দর্শকরা আমাকে কতটা সাপোর্ট করে সেটা দেখার বিষয়। ফেরদৌস ভাই বা মাহি যদি নির্বাচিত হন তাহলে সিনেমার মানুষ হিসেবে তাদের কাছে গেলে নিশ্চয়ই উপকার পাবো। তারা পাশ করুন এটাই চাই।’

অবশেষে সত্য হলো ভাবনার কথাই

বাপ্পী আরও বলেন, আমি বিশ্বাস করি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকা প্রতীক ক্ষমতায় আসবে। তাহলে প্রধানমন্ত্রী ভিশন ২০৪১ পরিপূর্ণ হবে। আমি বিশ্বাস করি এদিক থেকে আমরা বেশি দূরে নেই। এশিয়ার মধ্যে আমরা অনেক এগিয়ে আছি।