ধর্ম ডেস্ক : ঈমান আনার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান নামাজ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেয়া হবে। এটি আদায়ের রয়েছে সুনির্দিষ্ট নীতিমালা। এ নীতিমালার আলোকেই আদায় করতে হবে। এর ব্যত্যয় ঘটলে নামাজ আদায় হবে না।
মুনফারিদ (যিনি একা নামাজ আদায় করেন) ও ইমামের জন্য ফরজ নামাজের প্রথম দুই রাকাতে কোরআন তেলাওয়াত করা ফরজ। সুরা ফাতেহা তেলাওয়াত করা ওয়াজিব এবং সুরা ফাতেহার পর কোরআনের অন্য জায়গা থেকে কমপক্ষে ছোট তিনটি আয়াত বা বড় একটি আয়াত তেলাওয়াত করা ওয়াজিব।
জোহর ও আসরের নামাজে এ কেরাত নিচুস্বরে তেলাওয়াত করতে হয়। ফজর, মাগরিব, ইশা ও জুমার নামাজে এ কেরাত উচ্চৈস্বরে তেলাওয়াত করতে হয়।
মাগরিবের নামাজের শেষ রাকাতে এবং অন্যান্য ফরজ নামাজের শেষ দুই রাকাতে সুরা ফাতেহা তেলাওয়াত করা সুন্নত এবং সব ফরজ নামাজেই এ এক/ দুই রাকাতের কেরাত নিচুস্বরে তেলাওয়াত করা ওয়াজিব।
একাকি পড়া হোক কিংবা জামাতে। তাই এ দুই রাকাতে কেউ যদি ভুল করে ছোট তিন আয়াত বা বড় এক আয়াত পরিমাণ উচ্চৈস্বরে তেলাওয়াত করে তাহলে তার ওপর সিজদায়ে সাহু ওয়াজিব হবে। ছোট একটি/দুটি আয়াত উচ্চৈস্বরে পড়লে সাহু সিজদা ওয়াজিব হবে না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।