বিনোদন ডেস্ক : চার বছর পর পর্দায় ফিরেছেন বলিউড বাদশা শাহরুখ খান। ইতোমধ্যে ‘পাঠান’ ঝড়ে কাঁপছে সারা ভারত। মুক্তির পর থেকে একের পর এক বক্স অফিস রেকর্ড গড়ে চলেছে সিনেমাটি। শুধু ভারত নয়, যুক্তরাষ্ট্রেও শুরু হয়েছে ‘পাঠান’ তাণ্ডব!
বিশ্বের ১০০টি দেশে মুক্তি পেয়েছে ‘পাঠান’। ভারতের সাড়ে পাঁচ হাজার ও বিদেশের আড়াই হাজার পর্দায় দেখানো হচ্ছে সিনেমাটি। এর মধ্যে আমেরিকাতেই ৬৯৪টি সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘পাঠান’।
উত্তর আমেরিকার বক্স অফিসে হিন্দি সিনেমা হিসেবে ‘পাঠান’-এর প্রথম দিনের আয় এখন পর্যন্ত সর্বোচ্চ। সিনেমাটি মুক্তির দিন আয় করে ১৮ লাখ ৬০ হাজার ডলার, যা ভারতীয় মুদ্রায় ১৫ কোটি রুপি।
এদিকে আয়ের গড় হিসেবে হলিউডকেও টেক্কা দিচ্ছেন শাহরুখ। ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’, ‘পুশ ইন বুটস: দ্য লাস্ট উইশ’, ‘এ ম্যান কল ওটো’র পরই জনপ্রিয় সিনেমার তালিকায় জায়গা করে নিয়েছে ‘পাঠান’।
প্রসঙ্গত, যশরাজ ফিল্মসের ব্যানারে ‘পাঠান’-এ শাহরুখের সঙ্গী হয়েছেন দীপিকা পাড়ুকোন। এ ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা, গৌতম রোড়ে, মনিশ ওয়াদওয়া প্রমুখ। ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন বলিউডের ভাইজান সালমান খান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।