লাইফস্টাইল ডেস্ক : বাসা বাড়ির টয়লেটে এখন হরহামেশায় দেখা যায় ফ্ল্যাশের জন্য দুটি বাটন। দেখে থাকলেও আমরা অনেকেই এ দুটি বাটনের প্রকৃত ব্যবহার সম্পর্কে জানি না। না বুঝে কখনও দুইটি বাটন এক সাথে আবার কখনও ভুল বাটনে চাপ দিয়ে থাকি। তো চলুন জেনে নেয়া যাক কোন বাটন কেন দেয়া হয়েছে।
দুইটি বাটন মূলত পানির পরিমিত ব্যবহারের জন্য দেয়া হয়ে থাকে। অর্থাৎ একটি বাটন কম পানি ফ্ল্যাশ করে, অপরটি বেশি। যে বাটনটি আকারে একটু বড় সেটি আসলে ৬-৯ লিটার পানি ব্যয় করে ফ্ল্যাশ করে। এটি দিয়ে কঠিন বর্জ্য ফ্ল্যাশ করা হয়। আরেকটি ছোট বাটন চাপলে আনুমানিক ৩ থেকে সাড়ে চার লিটার পানি খরচ হবে, যা তরল বর্জ্য ফ্ল্যাশ করতে ব্যবহার করা হয়ে থাকে।
বলিউডে পরবর্তী ক্যাটরিনা হতে বাজে প্রস্তাব দেওয়া হয়েছিল নোরাকে
মূলত পানি সাশ্রয়ে এই দুইটি বাটনের ব্যবহার আমাদের সকলের জানা দরকার। এই দুইটি বাটনের সঠিক ব্যবহার করলে একটি পরিবার প্রায় বছরে ২০ হাজার লিটার পানি সাশ্রয় করতে পারবে। এতে নিশ্চিত হবে প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।