আফগানিস্তানে নতুন কাবুল শহর প্রকল্পের প্রথম পর্যায় উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের নতুন কাবুল শহর বা ‘নিউ কাবুল সিটি’ নামে আধুনিক শহর প্রকল্পের প্রথম পর্যায়ের কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে ইমারতে ইসলামিয়ার বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ প্রতিনিধি উপস্থিত ছিলেন। নতুন শহরটি ৭৪০ বর্গকিলোমিটার জমির উপর নির্মাণ করা হবে, যা হবে বর্তমান কাবুল শহর থেকে প্রায় দেড়গুণ বড়।

গত ১০ ডিসেম্বর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আফগান গণমাধ্যম ‘হুরিয়াত রেডিও’। জানা যায়, নতুন কাবুল শহর প্রকল্পটি দুটি পর্যায়ে আগামী ১৫ বছরে পর্যায়ক্রমিক ভাবে বাস্তবায়িত হবে। প্রথম পর্যায়ে ১১ লাখ মানুষের জন্য ২ লক্ষ ৫০ হাজার ঘর তৈরি করা হবে। এর মধ্যে বাণিজ্যিক, কৃষি এবং বিনোদনমূলক এলাকাও অন্তর্ভুক্ত থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ইমারতে ইসলামিয়ার উপ-প্রধানমন্ত্রী মৌলভী আব্দুস সালাম হানাফি হাফিযাহুল্লাহ প্রকল্পটির উদ্বোধনকে দেশটির অগ্রগতির জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, নতুন কাবুল শহর প্রকল্পটি লক্ষ্য জনসংখ্যার সম্প্রসারণ এবং আবাসন ঘাটতির কারণে সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবেলা করা।