Incognito mode কি?
কম্পিউটার বা মোবাইলের মধ্যে গোপন কিছু সার্চ করার পর, ব্রাউজারের হিস্টরি এবং ব্রাওজিং ডাটা ডিলিট করার প্রয়োজন পড়ে। কিন্তু যদি Incognito mode ব্যবহার করা হয় তাহলে ব্রাউজার হিস্টরি করার দরকার নেই। ব্রাউজার ক্লোজ করার সাথে সাথে ব্রাউজার হিস্টরিও ডিলিট হয়ে যায়।
অনেকেই ইনকগনিটো মোড সম্পর্কে ভালো করে জানেন না কিন্তু খুব সহজ এই টেকনিক্যাল বিষয়টি সবার জেনে রাখা প্রয়োজন। এই লেখাটিতে Incognito mode mode ব্যবহার করা হয় তা দেখে নিতে পারেন।
ইনকগনিটো মোড মিনিং
Incognito mode মানে হচ্ছে Hidden Mode বা একি ব্রাউজারে লুকিয়ে ব্রাউজিং করার উপায়। যেখানে কোন ব্রাউজিং ডাটা সেইভ থাকে না।
Incognito Mode কেন ব্যবহার করা হয়?
ইনকগনিটো মোড ব্যবহার করা হয় গোপনীয়তা বজায় রাখা বা ব্যক্তিগতভাবে ব্রাউজিং করার জন্য। অনেক ব্যবহারকারী অনেক সময় সার্চ হিস্টোরি লিস্ট অনেক বেশি হওয়ার কারণে ইনকগনিটো মোড ব্যবহার করে থাকেন।
অনেক ক্ষেত্রে ওয়েভ ডেভেলপাররা ব্রাউজার ক্যেশ এভয়েড করার জন্য Incognito mode ব্যবহার করে থাকেন। তার কি কাজ করেছেন তা রিগুলার ব্রাউজারে দেখলে হয়তো আগের কাজই দেখাবে কিন্তু ইনকগনিটো মোডে দেখালে সাম্প্রতিক আপডেট দেখাবে।
এই মোডে ইউজারকে বারবার সার্চ হিস্টোরি ডিলিট করতে হয় না। ব্রাউজারকে বারবার ক্লিয়ার না করে, ব্রাউজিং শেষ ব্রাউজার ডাটা যেন অটো ডিলিট হয়ে যায় ।
কিভাবে ইনকগনিটো মোড ব্যাবহার করে?
ইনকগনিটো মোড ব্যবহার করার জন্য ইনকগনিটো মোড সাপোর্ট করে এমন একটি বারুজার ওপেন করুন।
শিউড়ইটি এবং অন্যান্য ফিচার হিসাবে গুগল ক্রোম সবচেয়ে ভালো ব্রাউজার। এই ব্রাউজারে Incognito mode অপশনও সবচেয়ে ভালো কাজ করে।
তারপর একদম উপরের ডান দিকের ৩ ডট আইকনের উপর ক্লিক করে ‘New Incognito Tab‘ অপশনটি প্রেস করুন।
এই অপশনটিতে ক্লিক করার সাথে সাথে ব্রাউজারে ইনকগনিটো মোড ওপেন হবে। যেখানে আপনি উপরে সার্চ বক্স দেখতে পাবেন। এখন এই সার্চ বক্সের মধ্যে আপনি, যেকোনো জিনিস সার্চ করে ব্রাউজিং করতে পারেন।
ব্রাউজিং শেষে incongnito mode এর পেজটি close করে দিলে ব্রাউজারের সমস্ত সার্চ হিস্টোরি ডিলিট হয়ে যাবে। এভাবে আপনি যতবার চান, যতবার ইনকগনিটো মোড ব্যবহার করতে পারেন।
Incognito mode সাপোর্ট করে এমন কিছু ব্রাউজারের নাম:
সমস্ত জনপ্রিয় ব্রাউজারেই ইনকগনিটো মোড রয়েছে। ব্রাউজারগুলোতে কম্পিউটার এবং মোবাইলে ইনকগনিটো মোড ব্যবহার করতে পারেন।
- Google Chrome
- Microsoft Edge
- Mozila Firefox
- Safari
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।