ইনকামে বিক্রমকে পেছনে ফেলল ঐশ্বরিয়ার সিনেমা

ঐশ্বরিয়া রাই এবং বিক্রমের কমল হাসান

বিনোদন ডেস্ক : কমল হাসানের ‘বিক্রম’কে পেছনে ফেলে ভারতের তামিলনাড়ু রাজ্যে সর্বোচ্চ আয়ের সিনেমা এখন ঐশ্বরিয়া রায়ের ‘পোন্নিয়িন সেলভান’। মুক্তির মাত্র ১৫ দিনে বিশ্বব্যাপী ৪৫০ কোটি রুপি আয়ের কাছাকাছি কাছাকাছি পৌঁছে গেছে সিনেমাটি। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘পোন্নিয়িন সেলভান-১’ এখন তামিলনাড়ুতে সর্বকালের সেরা ব্যবসাসফল তামিল সিনেমায় পরিণত হয়েছে।

ঐশ্বরিয়া রাই এবং বিক্রমের কমল হাসান

বুধবার নাগাদ তামিলনাড়ু বক্স অফিসে ১৮৬ কোটি রুপি আয় করেছে মনিরত্নম পরিচালিত এই সিনেমা। যেখানে ‘বিক্রম’রেআয় ১৮৩ কোটি রুপি। ধারণা করা হচ্ছে, দিওয়ালি পর্যন্ত এভাবে চলতে থাকলে পোন্নিয়িন সেলভানের আয় ২০০ কোটি রুপি অতিক্রম করবে।

অন্যদিকে চলতি বছর ৩ জুন মুক্তি পাওয়া ‘বিক্রম’ মোট আয় করেছে ৪৪২ কোটি রুপি।

বাণিজ্য বিশ্লেষক ত্রিনাথ বলেছেন, দুই সপ্তাহেরও কম সময়ে সিনেমাটি ‘বিক্রম’র আয়কে ছাড়িয়ে যায়। দীপাবলি পর্যন্ত স্বাচ্ছন্দ্যে সিনেমাটি ২০০ কোটি রুপি ছাড়িয়ে যাবে। অন্য কোনো সিনেমার পক্ষে এই রেকর্ড ভাঙা খুব একটা সহজ হবে না।

দক্ষিণ ভারতের ইতিহাস, অষ্টম শতকে চোল সাম্রাজ্যের ভাঙা-গড়া এবং সিংহাসন দখলের লড়াই কেন্দ্র করে নির্মিত হয়েছে সিনেমাটি। নির্মাতারা মনে করছেন, বিশাল বাজেটের সিনেমাটি বানানো বিফলে যায়নি।

সিনেমায় অরুলমোজিবর্মনের ভূমিকায় অভিনয় করেছেন জয়ম রবি। প্রায় এক দশক পর এই সিনেমা দিয়ে ঐশ্বরিয়াকে তামিল সিনেমায় দেখা গেল। তাকে নন্দিনী এবং তার নির্বাক মা মন্দাকিনী দেবী, অর্থাৎ দ্বৈত চরিত্রে দেখা গেছে।

খেসারি লাল যাদবের ছোঁয়ায় নিয়ন্ত্রণ হারালেন অভিনেত্রী কাজল

মণি রত্নম সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছিলেন, ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় অংশটি ছয় থেকে নয় মাসের মধ্যে মুক্তি পাবে। বর্তমানে দলটি পোস্ট-প্রোডাকশনের কাজে নিয়ে ব্যস্ত রয়েছে।