বিনোদন ডেস্ক : প্রথম সিনেমা ‘ওম শান্তি ওম’ দিয়েই কোটি ভক্তকে নিজের করে নিয়েছেন; পেয়েছেন শ্রেষ্ঠ নারী অভিষেক ফিল্মফেয়ার পুরস্কার। পরের গল্পটা কেবলই এগিয়ে যাওয়ার। সাবলীল অভিনয়, অনন্য সৌন্দর্য, ফ্যাশন সচেতনতা- সব মিলিয়ে দীপিকা পাড়ুকোন নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। আজ তার জন্মদিন। বিশেষ দিনটিতে দীপিকার ব্যবসাসফল ৫ ছবির কথা তুলে ধরা হলো।
পাঠান
চার বছর পর ‘পাঠান’ সিনেমা দিয়ে প্রত্যাবর্তন করেন শাহরুখ খান। আর পর্দায় ফিরেই বাজিমাত করেন বলিউড বাদশাহ। ছবিতে শাহরুখের বিপরীতে ছিলেন দীপিকা পাড়ুকোন। ২০২৩ সালের ২৫ জানুয়ারি ছবিটি হিন্দি ছাড়াও তামিল, তেলেগু ভাষায় মুক্তি পায়। এর পর ‘পাঠান’ জ্বরে শুধু সাধারণ মানুষই নন, বিটাউনের তারকা থেকে শুরু করে রাজনীতিবিদরাও আক্রান্ত হন! বক্স অফিসে ছবিটি আয় করে ১০৩৭ কোটি রুপি। ‘পাঠান’ যশরাজ ফিল্মসের ‘স্পাই ইউনিভার্স’-এর চতুর্থ ছবি। শাহরুখ-দীপিকার দুরন্ত রসায়ন, জমজমাট অ্যাকশন আর সংগীত এ ছবির অন্যতম মূল আকর্ষণ। ‘জিম’-এর মতো ভয়ঙ্কর খলনায়কের ভূমিকায় জন আব্রাহাম সবার নজর কাড়েন।
চেন্নাই এক্সপ্রেস
মুক্তির মাত্র চার দিনের মাথায় ১০০ কোটি রুপি আয়ের মাইলফলক স্পর্শ করে হিন্দি চলচ্চিত্রের ইতিহাসে নতুন রেকর্ড গড়ে এই ছবি। এতে দীপিকার বিপরীতে অভিনয় করেন বলিউড বাদশাহ শাহরুখ খান। ২০১৩ সালে মুক্তি পাওয়া এ ছবিটি পরিচালনা করেন রোহিত শেঠি। শাহরুখ-দীপিকা ছাড়াও এতে অভিনয় করেন সত্যরাজ, নিকিতিন ধীর, কামিনি কাউশাল, লেখ তন্দনসহ অনেকে। বক্স অফিসে ছবিটি আয় করে ৪২৪.৫৪ কোটি রুপি।
পদ্মাবত
চিতোরের রানি পদ্মিনীর জীবন নিয়ে নির্মিত ছবিটি। এতে নাম ভূমিকায় অভিনয় করেন দীপিকা। পদ্মিনীর স্বামী রানা রাওয়াল রতন সিং চরিত্রে শহিদ কাপুর ও সুলতান আলাউদ্দিন খিলজি চরিত্রে রণবীর সিংকে দেখা গেছে। শুরুতে ‘পদ্মাবতী’ নাম থাকলেও ভারতের সেন্সর বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনের (সিবিএফসি) নির্দেশনা অনুযায়ী ‘পদ্মাবত’ নামে এটি মুক্তি পায় ২০১৮ সালে। ছবিটি পরিচালনা করেন সঞ্জয় লীলা বানসালি। বক্স অফিসে এটি আয় করে ৫৭১.৯৮ কোটি রুপি।
হ্যাপি নিউ ইয়ার
‘ওম শান্তি ওম’ এবং ‘চেন্নাই এক্সপ্রেস’-এর পর এই ছবিতে তৃতীয়বারের মতো জুটি বাঁধেন শাহরুখ-দীপিকা। রেড চিলিস এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত ছবিটি প্রযোজনা করেন বলিউড বাদশাহর স্ত্রী গৌরী খান। ফারাহ খান পরিচালিত ছবিটিতে আরও অভিনয় করেন অভিষেক বচ্চন, সোনু সুদ, বোমান ইরানি, জ্যাকি শ্রফ প্রমুখ। বক্স অফিসে এটি আয় করে ৩৯৪ কোটি রুপি।
দুর্দান্ত ক্যামেরার সেরা স্মার্টফোন, যার ছবি দেখলে আপনি চমকে যাবেন
বাজিরাও মাস্তানি
শুটিং শুরুর আগেই এ ছবি নিয়ে নানা তর্ক-বিতর্ক ছড়ায়। শুরুটা হয় ছবির পাত্রপাত্রী নিয়ে। কথা ছিল, মারাঠা অধিপতি পেশওয়া বাজিরাওয়ের চরিত্রে অভিনয় করবেন সুপারস্টার সালমান খান; কিন্তু না, শেষমেশ বাজি মারেন রণবীর সিং। আর নায়িকা হিসেবে তো দীপিকা আগেই নিজের জায়গা পোক্ত করেছিলেন। কাশিবাই হিসেবে অভিনয় করেন প্রিয়াংকা চোপড়া। ২০১৫ সালে মুক্তি পাওয়া এ ছবিটি পরিচালনা করেন সঞ্জয় লীলা বানসালি। বক্স অফিসে এটি আয় করে ৩৫৬.২ কোটি রুপি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।