আন্তর্জাতিক ডেস্ক : প্রথমবারের মতো মুনাফার দেখা পেয়েছে যুক্তরাষ্ট্রে ভাড়ায় পোশাক পরিষেবাদাতা কোম্পানি নুলি। নুলি পেনসিলভানিয়াভিত্তিক আরবান আউটফিটারের সাবসিডিয়ারি। প্রতিযোগী রেন্ট দ্য রানওয়ের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে সর্বশেষ প্রান্তিকে ৩ লাখ ডলার আয় করেছে কোম্পানিটি। খবর সিএনবিসি।
নুলির এ আয়ের পেছনে ভূমিকা রেখেছে গ্রাহকের অতিরিক্ত চাহিদা এবং রাজস্বের দীর্ঘ উল্লম্ফন। প্রথমবারের মতো মুনাফা অর্জন করতে গিয়ে নুলি তার প্রতিযোগী রেন্ট দ্য রানওয়ের বেঞ্চমার্ককে টক্কর দিয়েছে। যারা প্রতিষ্ঠার ১৫ বছরেও মুনাফার দেখা পায়নি।
৩১ অক্টোবর শেষ হওয়া তিন মাসে ৬ কোটি ৫৫ লাখ রাজস্ব আয়ের মধ্যে নুলির পরিচালন আয় হয়েছে ৩ লাখ ডলার। যেখানে এক বছর আগে ৩ কোটি ৫৩ লাখ ডলার রাজস্ব আয়ের ৩০ লাখ ডলার পরিচালন লোকসান ছিল কোম্পানিটির। এছাড়া গত প্রান্তিকে আরবানের সার্বিক ব্যবসা প্রত্যাশার চেয়ে ভালো পারফর্ম করেছে।
নুলি পোশাক ভাড়া দেয়ার পরিষেবাটি শুরু করে ২০১৯ সালে। চালুর পাঁচ বছর পর মুনাফা অর্জন করল কোম্পানিটি।
পোশাকের ছয়টি আইটেমের জন্য মাসিক ৯৮ ডলার সাবস্ক্রিপশনের মাধ্যমে পরিষেবা দিয়ে থাকে নুলি। ভিন্ন ধরনের পরিষেবাটি চালুর পেছনে তাদের লক্ষ্যই ছিল পোশাক ভাড়া দেয়ার ব্যবসা যে লাভজনক হতে পারে, তা প্রমাণ করা।
নুলির প্রসিডেন্ট ও আরবানের চিফ টেকনোলজি অফিসার ডেভিড হেইন বলেন, ‘আমরা এমন একটি ব্যবসা গড়ে তোলার পরিকল্পনা নিয়ে শুরু করেছিলাম, যা বড় এবং লাভজনকও হতে পারে। এটি আমরা প্রমাণ করতে পেরেছি।’
নুলির সক্রিয় গ্রাহকের সংখ্যা চলতি প্রান্তিকে ১ লাখ ৯৮ হাজারে পৌঁছেছে। আর রেন্ট দ্য রানওয়ের গ্রাহক ৩১ জুলাই পর্যন্ত ছিল ১ লাখ ৩৭ হাজার ৫৬৬ জন। গত এপ্রিলে রানওয়ের সিইও হাইম্যান সিএনবিসিকে বলেন, ‘আমাদের ১ লাখ ৮৫ হাজার গ্রাহকের কাছে পৌঁছাতে হবে। যাতে কোম্পানির সব খরচ, পরিবর্তনশীল খরচ ও ইনভেন্টরির খরচ মেটানোর জন্য পর্যাপ্ত নগদ অর্থ থাকে।’
পোশাক ভাড়ার বাজার এখনো একটি উদীয়মান শিল্প। বিশেষ করে তরুণ প্রজন্মের গ্রাহকের মধ্যে। ব্র্যান্ডগুলোও বর্তমানে পোশাক কেনার পরিবর্তে ভাড়া নিতে বেশি উৎসাহিত করছে ভোক্তাদের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।