জুমবাংলা ডেস্ক : সিলেটে বাসে ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘটের ঘোষণা দিয়েছে জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন। মঙ্গলবার থেকে সিলেট-জকিগঞ্জ ও বিয়ানীবাজার সড়কে বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস চলাচল করবে না।
সোমবার সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল মুহিত এসব তথ্য নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্টরা জানান, রোববার সকালে জকিগঞ্জের কামালগঞ্জ এলাকায় সিলেট-জকিগঞ্জ সড়কসংলগ্ন খোলা জায়গায় স্থানীয় শিশু-কিশোররা ফুটবল খেলছিল। হঠাৎ বল সড়কের ওপরে চলে গেলে সেটি আনতে আবির আহমদ (১৪) নামে এক কিশোর দৌড় দেন। এ সময় একটি চলন্ত বাসের নিচে পড়ে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর স্থানীয় বিক্ষুব্ধ জনতা বাসটিকে আটকে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।
এদিকে ক্ষতিগ্রস্ত বাসের চালক হেলাল মিয়া বাদী হয়ে রোববার রাতে অজ্ঞাত অর্ধশত জনকে অভিযুক্ত করে জকিগঞ্জ থানায় একটি অভিযোগ করেন।
জকিগঞ্জ থানার ওসি জহিরুল ইসলাম মুন্না বলেন, সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-মিনিবাস চলাচল করছে না বলে জানতে পেরেছি। বিষয়টি আমরা দেখছি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।