বিনোদন ডেস্ক : সোশ্যাল মিডিয়া আজকাল সাধারণ মানুষের কাছে নিজের প্রতিভা মেলে ধরার জায়গা হয়ে উঠেছে। সোশ্যাল মিডিয়াতে চ্যানেল খুলে নিজের প্রতিভাকে বিশ্বের সামনে তুলে ধরছেন বহু মানুষ। তাদের মধ্যেই একজন হলেন নৃত্যশিল্পী মৌমিতা বিশ্বাস।
‘ডান্স স্টার মৌ’ নামে তার একটি ইউটিউব চ্যানেল রয়েছে। সেখানে তিনি নিয়মিত নাচের ভিডিও আপলোড করেন। যা দেখে নেটিজেনরা মুগ্ধ হন। স্বাধীনতা দিবস উপলক্ষে মৌ তার চ্যানেলে একটি নাচের ভিডিও আপলোড করেছেন।
এখানে বেশ কয়েকটি দেশাত্মবোধক গানের সাথে নাচলেন তিনি। একটি সবুজ ঘাসে ভরা মাঠের মধ্যে নেচেছেন মৌ। তাঁর পরনে ছিল জাতীয় পতাকার রঙের ঘাগরা চোলি। কচি কলাপাতা সবুজ ঘাগরা, কমলা রঙের স্লিভলেস চোলি তার সাথে সাদা ওড়না পরেছিলেন মৌ। এর সাথে কুন্দনের গয়না পরেছিলেন। মাথায় টিকলী, হাত ভরা চুড়ি পরে খোলা চুলে মৌকে দেখতে অপরূপ সুন্দরী লাগছিল।
এরই সাথে তার অভিব্যক্তি ছিল অসাধারণ। এই নাচটি তিনি নিজেই কোরিওগ্রাফ করেছেন। ভিডিওটি আপলোড করার মুহূর্তেই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ইতিমধ্যেই প্রচুর মানুষ তার এই দেশাত্মবোধক গানে নাচ দেখেছেন। আর তারপর প্রশংসায় ভরিয়েছেন কমেন্ট বক্স। মৌয়ের এই ভিডিওটি যে নেট দুনিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না।
বর্ধমানের মেয়ে মৌমিতা বিশ্বাস পশ্চিমবঙ্গের একজন জনপ্রিয় ইউটিউবার। এর আগেও তার বহু নাচ ভাইরাল হয়েছে। মৌয়ের মত সাধারণ মানুষ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজের প্রতিভা মেলে ধরছেন। ইন্টারনেটের এই ব্যবহার আরো বহু মানুষকে তাঁদের প্রতিভা বিকাশের জন্য উৎসাহিত করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।