আন্তর্জাতিক ডেস্ক : ১২০টি প্রলয় মিসাইল কেনার অনুমোদন দিয়েছে ভারতে প্রতিরক্ষা মন্ত্রণালয়। এই প্রলয় ব্যালিস্টিক মিসাইল ১৫০ থেকে ৫০০ কিলোমিটার দূরত্বে লক্ষ্য ভেদ করতে সক্ষম।
প্রয়াত প্রতিরক্ষা প্রধান বা চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) বিপিন রাওয়াত যখন সেনাপ্রধান ছিলেন তখন থেকে এই প্রলয় মিসাইল তৈরির কাজ চলছিল। গত ২০২১ সালের ২১ এবং ২২ ডিসেম্বর এই মিসাইলের সফল পরীক্ষণ হয়।
ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম পর্যায়ে ১২০টি প্রলয় ক্ষেপণাস্ত্র কেনা হবে। এর সবগুলিই মোতায়েন করা হবে চীন ও পাকিস্তান সীমান্তে।
এই প্রথম স্বল্পপাল্লার ব্যালেস্টিক মিসাইল সীমান্তে মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় সেনাবাহিনী। তাওয়াং সংঘর্ষের পর এই মিসাইল মোতায়েনের সিদ্ধান্তে ভারতের। সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি হয়েছে প্রলয় মিসাইলটি।
প্রথমে বিমানবাহিনী এবং পরে সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হবে এই মিসাইলটি। ঘণ্টায় প্রায় ২ হাজার কিলোমিটার বেগে যেতে পারে প্রলয়। আকাশেই বদলে ফেলা যায় লক্ষ্যবস্তু এবং গতিপথ।
প্রসঙ্গত, গালওয়ান সংঘর্ষের পর থেকে সীমান্তে উত্তেজনায় ভারতীয় সামরিক বাহিনীর তরফে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে প্রলয় মিসাইল কেনার প্রস্তাব পাঠানো হয়েছিল। সম্প্রতি উচ্চ পর্যায়ের মিটিংয়ের মাধ্যমে তা ছাড়পত্র মিলেছে।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।