আন্তর্জাতিক ডেস্ক : ভারতের ১১টি রাজ্যে পুরুষের তুলনায় নারীর যৌ..নসঙ্গী বেশি বলে জানিয়েছে দেশটির একটি সংস্থা। সম্প্রতি ভারতের ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে–এনএফএইচএস পরিচালিত এক জরিপে এ তথ্য উঠে আসে।
এনএফএইচএস ভারতের ১ লাখ ১০ হাজার নারী এবং ১ লাখ পুরুষের ওপর এই জরিপ পরিচালনা করে। ভারতের সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে এ তথ্য জানানো হয়েছে।
ওই ১১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল হলো—রাজস্থান, হরিয়ানা, চণ্ডীগড়, জম্মু–কাশ্মীর, লাদাখ, মধ্যপ্রদেশ, আসাম, কেরালা, লাক্ষাদ্বীপ, পদুচেরি এবং তামিলনাড়ু।
খবরে বলা হয়, এসব এলাকা এবং রাজ্যের মধ্যে রাজস্থানের নারীরাই সবচেয়ে বেশি হারে যৌ..নসঙ্গী রাখেন। রাজ্যটির একজন নারী গড়ে ৩ দশমিক ১ জন পুরুষ যৌ..নসঙ্গী রাখেন। বিপরীতে রাজ্যটির একজন পুরুষ যৌ..নসঙ্গী ১ দশমিক ৮ জন।
বৈবাহিক সম্পর্ক নেই কিন্তু যৌ..ন সম্পর্ক রয়েছে এমন ক্ষেত্রে পুরুষের সংখ্যাই বেশি।
জরিপ পরিচালনার আগে বিগত ১২ মাসে বিয়ে ছাড়া একাধিক নারীর সঙ্গে যৌ..ন সম্পর্ক স্থাপন করেছেন এমন পুরুষের সংখ্যা শতকরা ৪ জন। নারীদের বেলায় এই সংখ্যা মাত্র দশমিক ৫ শতাংশ।
২০১৯ সাল থেকে শুরু করে ২০২১ সাল পর্যন্ত পরিচালিত ওই জরিপে ভারতের ২৮টি রাজ্য এবং ৮টি কেন্দ্রশাসিত অঞ্চলের ৭০৭টি জেলায় জরিপ পরিচালনা করে।
জাতীয় প্রতিবেদনটি আর্থ-সামাজিক এবং অন্যান্য পটভূমি বৈশিষ্ট্যের তথ্যও সরবরাহ করে। এই জরিপ নীতি প্রণয়ন এবং কার্যকর কর্মসূচি বাস্তবায়নের জন্য দরকারি বলে জানায় সংস্থাটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।