বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ভারতের অন্তত ১২ হাজার সরকারি ওয়েবসাইট সাইবার হানার আশঙ্কায়। এসব ওয়েবসাইটে ইন্দোনেশিয়া থেকে একদল হ্যাকার ইতোমধ্যে হামলা শুরু করেছে বলে ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে।
এই নিয়ে ইতোমধ্যে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টারের রিপোর্ট জানিয়েছে। তারা বলছে, ইন্দোনেশিয়ার একটি হ্যাকার গোষ্ঠীর নিশানায় প্রায় ১২ হাজার সরকারি ওয়েবসাইট।
প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় এসব সরকারি সাইটের গুরুত্বপূর্ণ তথ্য এবং পরিষেবা ক্ষেত্রগুলিকে অচল করে দেওয়াই এই সাইবার হামলার উদ্দেশ্য। এ নিয়ে দেশটির
সাইবার বিশেষজ্ঞেরা বলছেন, এ ধরনের হামলার মূল লক্ষ্য দু’টি। প্রথমত, সফটওয়্যার ভাইরাস ব্যবহার করে প্রতিরক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে গোপন তথ্য হাতিয়ে নেওয়া। আর দ্বিতীয়টি হচ্ছে, নানা ভুল তথ্য ঢুকিয়ে দিয়ে পরিষেবা ক্ষেত্রের ওয়েবসাইটগুলিকে বিকল করে দেওয়া।
এর আগে ভারতের স্বাস্থ্য সংস্থাগুলির তথ্যপ্রযুক্তি ব্যবস্থাকে ‘ডিজিটাল হস্টেজ’ বানানোর লক্ষ্যে হামলা চালিয়েছিল পাকিস্তান এবং চীনের হ্যাকাররা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।