ভারতের একাধিক স্থানে মোবাইল ইন্টারনেট বন্ধ, কারণ জানা গেল

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে কৃষকদের প্রতিশ্রুতি দিয়েও পূরণ করেনি মোদি সরকার। তাই ৫ দফা দাবিতে ফের রাজপথে নামছেন দেশটির কৃষকরা। এতে অশান্তির আশঙ্কায় বিশেষ করে হরিয়ানা রাজ্যে নিরাপত্তা জোরদার করা হয়েছে। একইসঙ্গে আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত আম্বাল জেলার একাধিক স্থানে মোবাইল ইন্টারনেট এবং বার্তা আদান-প্রদান বন্ধ করে দেয়া হয়েছে।

India

এরইমধ্যে আম্বালে এলাকায় কৃষকদের একটি দল সম্মিলিত কৃষাণ মোর্চা (অরাজনৈতিক) দিল্লি চলো কর্মসূচি নিয়ে একত্রিত হয়েছেন। তাই উত্তেজনা নিরসনে এবং সরকারি-বেসরকারি সম্পত্তি রক্ষায় স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের অতিরিক্ত মুখ্য সচিব ইন্টারনেট বন্ধের আদেশ দিয়েছেন।

এতে বলা হয়েছে, ইন্টারনেটের অপব্যবহার রুখতে এবং ভুয়া তথ্য ছড়ানো রোধে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। আম্বাল জেলার ডাংদেরি, লোহগড়, মানকপুর, দাদিয়ানা, বারি ঘেল, লার্সা, কালু মাজরা, দেবী নগর, সাদ্দোপুর, সুলতানপুর এবং কাকরু গ্রামে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়া হয়েছে।

আমন্ত্রণ আর নিমন্ত্রণ এর মধ্যে পার্থক্য কী? অনেকেই জানেন না

এছাড়া ৫ জনের বেশি লোকজনকে একত্রিত হওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা কর্মকর্তা। বন্ধ ঘোষণা করা হয়েছে সরকারি-বেসরকারি স্কুল। কৃষকদের দিল্লি চলো কর্মসূচি রুখতে দিল্লি সীমান্ত এলাকা আম্বালাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুরো রাস্তা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দ্বারা ঘিরে ফেরা হয়েছে। এছাড়া জলকামান প্রস্তুত রাখা হয়েছে। সূত্র : এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকা।