ভারতের প্রথম চলচ্চিত্র হিসেবে রেকর্ড গড়ল অজিতের ‘থুনিভু’

থুনিভু

বিনোদন ডেস্ক : মুক্তি পেতে যাচ্ছে অভিনেতা অজিতের আসন্ন চলচ্চিত্র ‘থুনিভু’। এইচ বিনোথ পরিচালিত থ্রিলার চলচ্চিত্রটি ১১ জানুয়ারী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। দক্ষিণের আরেক মহাতারকা বিজয়ের ‘ভারিসু’-এর সাথে বক্স অফিসে সংঘর্ষ হবে অজিতের ‘থুনিভু’র। দুটি সিনেমার প্রচারে বেশ জোরেশোরে নেমেছে নির্মাতারা। এবার প্রচারে নতুন এক রেকর্ড গড়ে ফেললেন অজিত।

থুনিভু

বিশ্বব্যাপী সিনেমাটি মুক্তির আর মাত্র ৪ দিন বাকি রয়েছে। এর মধ্যে সিনেমাটির পোস্টার নিউইয়র্কে অবস্থিত আমেরিকান স্টক এক্সচেঞ্জ ন্যাসড্যাক-এ প্রচার করা হয়েছে। ‘থুনিভু’ ন্যাসডাকে প্রচারিত প্রথম ভারতীয় চলচ্চিত্র হিসেবে রেকর্ড তৈরি করেছে। এর আগে কোনো ভারতীয় চলচ্চিত্র ন্যাসডাকে প্রচার হয়নি।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টারটি শেয়ার করে চলচ্চিত্রটির আন্তর্জাতিক পরিবেশক বলেছেন, ‘ন্যাসড্যাকে প্রচারিত প্রথম ভারতীয় চলচ্চিত্র। আগামী ১০ জানুয়ারি মুক্তি পাবে।’

টাকার অভাবে হাসপাতালের বিল পরিশোধ করতে পারছেন না ফারুক

অজিত অভিনীত চলচ্চিত্রটি ঘিরে ভক্তদের অনেক প্রত্যাশা রয়েছে। ৩১ ডিসেম্বর মুক্তি পাওয়া সিনেমার ট্রেলারটি এখন ৫০ মিলিয়নেরও বেশিসংখ্যক দেখা হয়েছে। তামিলনাড়ুতে সিনেমাটির প্রথম দিনের প্রথম শো ১১ জানুয়ারি চেন্নাইতে সকাল ১টায় নির্ধারিত করা হয়েছে। তবে মার্কিন যুক্তরাষ্ট্রে ১০ জানুয়ারি সিনেমাটি প্রিমিয়ার হবে।

সূত্র : টাইমস অফ ইন্ডিয়া