স্পোর্টস ডেস্ক : আগামী বছরের মার্চে পাকিস্তানে হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত তাদের দল না পাঠানো নিয়েই বিতর্ক-সমালোচনা থামছে না। এর মধ্যে আরেক বিতর্ক, পাকিস্তানে আগামী পরশু থেকে শুরু হতে যাওয়া দৃষ্টিহীনদের টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভারত তাদের দল পাঠায়নি। এ নিয়ে আজ কথা বলেছেন পাকিস্তানের দৃষ্টিহীন ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার (পিবিসিসি) চেয়ারম্যান সৈয়দ সুলতান শাহ্।
ভারত দল না পাঠানোয় টুর্নামেন্ট আয়োজক পাকিস্তানের প্রায় ১ কোটি রূপি ক্ষতি হবে জানিয়ে সুলতান শাহ্ বলেছেন, সময় এসেছে ভারতের হাতে ব্ল্যাকমেইল হওয়া বন্ধ করার।
পাকিস্তানের টিভি চ্যানেল এক্সপ্রেস নিউজে সুলতান শাহ্ বলেছেন, ভারত দল না পাঠানোয় তাদের ছাড়াই টুর্নামেন্ট চলবে। আগামীকাল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান। আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেপাল, বাংলাদেশ আর স্বাগতিক পাকিস্তান – এই ছয় দল খেলবে টুর্নামেন্টে। নেপাল আর বাংলাদেশের দল আজ রাতের মধ্যে পাকিস্তানে পৌঁছানোর কথা বলে জানিয়েছে পাকিস্তানের ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকেট পাকিস্তান।
তার আগে ভারতের দল না পাঠানোর কড়া সমালোচনা করেছেন সুলতান শাহ্। ২০২২ সালে ভারতে যাওয়ার জন্য পাকিস্তানের দৃষ্টিহীনদের ক্রিকেট দলকে ভারত ভিসা দেয়নি, এবার তারা পাকিস্তানে দল পাঠায়নি। সেসব মনে করিয়ে দিয়ে তিনি ক্ষোভ জানিয়ে বলেছেন, ‘এসব কতদিন চলবে!’ দৃষ্টিহীনদের ক্রিকেটের বৈশ্বিক নিয়ন্ত্রক সংস্থা ওয়ার্ল্ড ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের (ডব্লিউবিসিএ) সামনের সভায় এ ইস্যুটি উত্থাপন করা হবে বলেও জানিয়েছেন সুলতান শাহ।
আগামী বছর ভারতে হবে দৃষ্টিহীন মেয়েদের ক্রিকেট বিশ্বকাপ। পাকিস্তানে এবারের বিশ্বকাপকে ঘিরে ভারতের আচরণের পর আগামী বছরের টুর্নামেন্টটিও ভারত থেকে অন্য কোনো দেশে সরিয়ে নেওয়ার কথাও ডব্লিউবিসিএ-র ভাবা উচিত বলে মত সুলতান শাহর।
৩ সেকেন্ডেই ৪০ কিলোমিটার, দেরি না করে এখনই বাড়িতে আনুন এই বাইক
এই টুর্নামেন্টের প্রসঙ্গ ধরেই পাকিস্তানে হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের দল না পাঠানোর প্রসঙ্গ উঠে আসে। সে ব্যাপারেই ভারতের ব্ল্যাকমেইলিংয়ের কথা টেনে এনে সুলতান শাহ্ বলেন, ‘সময় এসেছে ভারতের হাতে ব্ল্যাকমেইল হওয়া বন্ধ করার। আমাদের ক্ষেত্রে আশা করা হবে আমরা ভারতের ইচ্ছা অনুযায়ী যেকোনো জায়গায় খেলতে রাজি হব, আর ওরা একই কাজ করতে রাজি হবে না – ব্যাপারটা এরকম একপাক্ষিক হতে পারে না।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।