স্পোর্টস ডেস্ক : দিন যত ঘনিয়ে আসছে, ততই আলোচনা বাড়ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে। বিশেষ করে, পাকিস্তানের মাটিতে ভারতের আসা-না আসা নিয়ে আলোচনা দীর্ঘ হচ্ছে বেশ কিছুদিন ধরে। ভারতের পক্ষ থেকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেয়ার ব্যাপারে এখনও কিছুই জানানো হয়নি। এ নিয়ে বিরক্ত পাকিস্তান ক্রিকেট বোর্ড। তাই চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের অংশগ্রহণ নিয়ে বিসিসিআইয়ের কাছে স্পষ্ট জবাব চেয়েছে পিসিবি।
জানা গেছে, পাকিস্তানে সফর নিয়ে হ্যাঁ অথবা না-যেকোনো একটা উত্তর লিখিত আকারে দেওয়ার ব্যাপারে ভারত বোর্ডকে চাপ দিচ্ছে পিসিবি। ইতোমধ্যে আইসিসির কানেও তুলেছে বিষয়টি। চ্যাম্পিয়নস ট্রফি চলাকালে পাকিস্তানের পক্ষ থেকে ভারতকে পূর্ণ নিরাপত্তার আশ্বাস দেওয়ার পাশাপাশি বিভিন্ন ধরনের সুযোগ–সুবিধা দেওয়ার কথাও বলা হচ্ছে। তারপরও চুপ ভারত।
ক্রিকেট পাকিস্তানের এক প্রতিবেদন থেকে ভারতের প্রতি পাকিস্তানের এই কঠোরতার ব্যাপারে জানা গেছে। এমনকি বিসিসিআইকে ভারতীয় সরকারের থেকে লিখিত অনুমতি চাওয়ার জন্য পিসিবি চাপ দিয়েছে বলেও শোনা গেছে।
এখনো চ্যাম্পিয়নস ট্রফির সূচি আনুষ্ঠানিভাবে প্রকাশ করেনি আইসিসি। সাধারণত বড় টুর্নামেন্টের ক্ষেত্রে তিন মাসে আগেই এটা করে থাকে তারা।
তবে ফাঁস হওয়া সূচি অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে হওয়ার কথা। যদি ভারত প্রত্যাখ্যান করে, তাহলে আইসিসির বিকল্প ভাবনা রয়েছে বলে ধারণা পাওয়া গেছে। সেক্ষেত্রে দুবাই বা শ্রীলঙ্কা হতে পারে ভারতের ভেন্যু।
বিসিসিআই আগেই বলে দিয়েছে ভারতীয় দলকে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাওয়ার অনুমতি দেবে না। ভারতীয় দল নিউট্রাল ভ্যেনুতে খেলতে চেয়েছে। ২০২৩ এ ওয়ানডে এশিয়া কাপে ভারত হাইব্রিড মডেলে খেলেছিল৷ সেখানে ভারত শ্রীলঙ্কায় ম্যাচ খেলেছিল৷ পিসিবি চ্যাম্পিয়ন্স ট্রফির কার্যক্রম পুরোপুরি আইসিসিকে সঁপে দিয়েছে। যেখানে ভারতের সব ম্যাচ এবং সেমিফাইনাল ও ফাইনাল সবই লাহোরে হওয়ার কথা।
২০০৮ সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পর থেকে পাকিস্তান সফরে যায়নি ভারতীয় দল। ২০০৭ সালের পরও হয়নি কোনও টেস্ট সিরিজ। তারা মূলত খেলে থাকে বৈশ্বিক টুর্নামেন্টে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।