ভারতের কোন শহর দুটি রাজ্যের রাজধানী? অনেকেই জানেন না

রাজধানী

জুমবাংলা ডেস্ক : সরকারি চাকরি অথবা অন্য কোন ক্ষেত্রে নিয়োগের সময়ে চাকরি প্রার্থীর যোগ্যতা বিচার করার ক্ষেত্রে তার ইন্টারভিউ নেওয়া হয়ে থাকে। ইন্টারভিউ চলাকালীন বিভিন্ন ধরনের প্রশ্ন করা হয়। সেই সকল প্রশ্নের মধ্যে এমন কিছু প্রশ্ন করা হয়ে থাকে যেগুলি বইয়ের গণ্ডির বাইরে। মূলত এই সকল প্রশ্ন করা হয়ে থাকে চাকরি প্রার্থীর উপস্থিত বুদ্ধি যাচাই করার জন্য।

রাজধানী

এমনিতেও চাকরি দেওয়ার ক্ষেত্রে লিখিত অথবা ইন্টারভিউ যে সকল পরীক্ষা হয়ে থাকে সেগুলিতে ঠিকই প্রশ্ন আসবে তা বলা মুশকিল। তবে এমন কিছু প্রশ্ন রয়েছে যেগুলি চাকরির পরীক্ষার্থীদের ক্ষেত্রে খুবই কাজে আসে। সেই রকমই কিছু প্রশ্নোত্তর আমরা আজ এই প্রতিবেদনে তুলে ধরছি।

১) ভারতের কোন রাজ্যটির সীমান্ত চীনের সঙ্গে যুক্ত?

ক) মনিপুর, খ) নাগাল্যান্ড, গ) আসাম, ঘ) অরুণাচল প্রদেশ।

উত্তর : অরুণাচল প্রদেশ।

ভারত ও চীনের সীমারেখাকে বলা হয় ম্যাকমোহন লাইন। এর পাশাপাশি জম্মু ও কাশ্মীর, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, সিকিমের সীমান্তও চীনের থেকে ভাগ করেছে।

২) কত তারিখে পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব সর্বোচ্চ হয়?

ক) ২২ জুলাই, খ) ৩০ জানুয়ারি, গ) ৪ জুলাই, ঘ) ২১ সেপ্টেম্বর।

উত্তর: ৪ জুলাই।

৪ জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি থাকে। ওই দিন দূরত্ব হয় ১৫ কোটি ২০ লক্ষ কিমি। একে পৃথিবীর অপসূর অবস্থান বলা হয়।

৩) ভারতে কোন দিন ‘শহীদ দিবস’ পালিত হয়?

ক) ২৩ মার্চ, খ) ১৪ ফেব্রুয়ারি, গ) ১২ ডিসেম্বর, ঘ) ২২ আগস্ট।

উত্তর: ২৩ মার্চ।

২৩ মার্চ শহীদ দিবস হিসেবে পালন করা হয়। ভগৎ সিং, শিবরাম রাজগুরু এবং সুখদেব থাপার এই ৩ জন শহীদের স্মরণে এই দিনটি শহীদ দিবস হিসেবে পালিত হয়। যাদের ব্রিটিশরা ফাঁসিতে ঝুলিয়েছিল।

৪) দেশের প্রথম উপরাষ্ট্রপতি ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন কবে এবং সেই দিনটি কিভাবে পালিত হয়?

ক) শ্রমিক দিবস, খ) শিশু দিবস, গ) শিক্ষক দিবস, ঘ) ডাক্তার দিবস।

উত্তর: শিক্ষক দিবস।

ভারতে শিক্ষক দিবস পালন করা হয় ৫ সেপ্টেম্বর। ওই দিন ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণের জন্মদিন।

৫) ভারতের কোন শহরটি দুটি রাজ্যের রাজধানী?

ক) শ্রীনগর, খ) চণ্ডীগড়, গ) হায়দ্রাবাদ, ঘ) লখনউ।

শিক্ষক ও ছাত্রী আপত্তিকর অবস্থায় ধরা, ভাইরাল ভিডিও

উত্তর : চণ্ডীগড়।

চণ্ডীগড় ভারতের পাঞ্জাব ও হরিয়ানা দুটি রাজ্যের রাজধানী। যদিও প্রশাসনিকভাবে চণ্ডীগড় এই দুইয়ের কোনটিরই অধীনস্থ নয়। কারণ এটি একটি কেন্দ্রশাসিত অঞ্চল। পাঞ্জাবের রাজ্যপাল চণ্ডীগড়েরও শাসনকর্তা। এই শহরটির নাম এসেছে চণ্ডী মন্দিরের নাম থেকে। চণ্ডীগড়ের আক্ষরিক অর্থই হল দেবী চণ্ডীর গড় বা দুর্গ।