ভারতে নতুন ছবি ‘৭২ হুর’, বিতর্কের গন্ধ

72 Hoorain

বিনোদন ডেস্ক : ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে বিতর্ক এখনও থামেনি, তার মাঝেই আবারও নতুন বিতর্ক নিয়ে হাজির আরও একটি ছবি। ছবির নাম ‘৭২ হুর’। রবিবার (৪ জুন) এই ছবির ফার্স্ট লুক টিজার মুক্তি পেয়েছে। যার পর থেকেই আলোচনায় উঠে আসতে শুরু করেছে সঞ্জয় পূরণ সিং চৌহানের আসন্ন এই ছবি।

72 Hoorain

আসন্ন ছবিটির টিজারে উঠে এসেছে ওসামা বিন লাদেন, আজমল কাসাব, ইয়াকুব মেনন, মাসুদ আজহার, হাফিজ সাইদের মতো কুখ্যাত ব্যক্তিদের কথা। ব্যাকগ্রাউন্ডে ভয়েস ওভারে শোনা যাচ্ছে, ‘আপনি যে জিহাদের পথ বেছে নিয়েছেন, তা আপনাকে সোজা জান্নাতের (স্বর্গ) দিকে নিয়ে যাবে, কুমারী মেয়েরা চিরকাল আপনার থাকবে।’

পরিচালক সঞ্জয় পুরাণ সিংয়ের কথায়, ‘দুষ্কৃতিকারীরা ধীরে ধীরে মনের মধ্যে বিষ ঢালেন, আর তাতেই সাধারণ মানুষ আত্মঘাতী জঙ্গীতে পরিণত হন। এই আত্মঘাতী জঙ্গীরা সন্ত্রাসবাদীদের মগজধোলাইয়ের শিকার। তারা এই ৭২ জন কুমারীর একটি মারাত্মক মায়াজালে আটকা পড়েন, আর ধ্বংসের পথে হাঁটা শুরু করেন, শেষ পর্যন্ত একটা ভয়ংকর পরিণতির মুখোমুখি হন।’

‘৭২ হুর’ ছবির সহ-প্রযোজক অশোক পণ্ডিত বলেন, ‘এই ছবিটি অবশ্যই আপনাকে সমাজের প্রচলিত কিছু বিশ্বাস নিয়ে চিন্তা করতে বাধ্য করবে। যেগুলি শুধুমাত্র কল্পনা প্রসূত। যার সঙ্গে বাস্তবের আদৌ কোন সম্পর্ক নেই। কীভাবে এই বিষয়গুলি শুধুমাত্র মগজ ধোলাই হিসাবে ব্যবহার করে জিহাদের নামে বহু ছেলেমেয়েকে সন্ত্রাসবাদীতে পরিণত করছে।’

নেলকাটারের সাথে দুটো ছোট চাকু থাকে কেন? অনেকেই জানেন না

আগামী ৭ জুলাই মুক্তি পাবে ‘৭২ হুর’ ছবিটি। ছবিটিতে মূখ্য চরিত্রে দেখা যাবে পবন মালহোত্রা ও আমির বশিরকে।

সূত্র: হিন্দুস্থান টাইমস বাংলা