বিনোদন ডেস্ক : এ বছর অস্কার জিতল ভারতের দুটি চলচ্চিত্র। ৯৫তম অস্কারে ভারতের মোট তিনটি চলচ্চিত্র মনোনীত হয়েছিল। সেখান থেকে দুটি চলচ্চি্ত্রই পুরস্কার ঘরে আনতে পেরেছে। অনুষ্ঠানে ভারতের হয়ে এ বছর প্রথম অস্কার পায় ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’। সেরা স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র হিসেবে পুরস্কার ঘরে তোলে এটি। দ্বিতীয় অস্কার আসে ‘আরআরআর’ সিনেমার গান ‘নাটু নাটু’ গান দিয়ে। অস্কারের মঞ্চে সেরা অরিজিনাল গানের ক্যাটাগরিতে পুরস্কার পায় গানটি।
দুটি অস্কার জয়ে সারা বিশ্বের মতো গোটা ভারতেও হইহই শুরু হয়েছে। জোড়া অস্কার নিয়ে মাতামাতি চলছে চারদিকে।যদিও এই চলচ্চিত্র তেলুগু ইন্ডাস্ট্রির, কিন্তু বলিউডের তারকারাও গর্ববোধ করছেন দেশের জন্য। নিজের উচ্ছ্বাস প্রকাশ করছেন সকলে। এবার নিজের অনুভূতি প্রকাশ করলেন বলিউড কিং শাহরুখ খানও।
বলিউডের কিং ট্যুইট করে ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’-এর জন্য প্রযোজক গুনীত মোঙ্গা এবং পরিচালক কার্তিকি গনসালভেসকে শুভেচ্ছা জানিয়েছেন। সেই সঙ্গে ‘আরআরআর’-এর জন্য এস এস রাজামৌলি, জুনিয়র এনটিআর এবং রামচরণকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘আমাদের পথ দেখানোর জন্য অনেক ধন্যবাদ।’
শুধু শাহরুখই নয়, ভারতের প্রায় সব তারকাই নাটু নাটু গানের অস্কার জয়ে দারুণ উচ্ছ্বসিত। অস্কার মঞ্চে ‘আরআরআর’-এর গান ‘নাটু নাটু’র লাইভ পারফর্মেন্স দেখে আপ্লুত প্রিয়াঙ্কা চোপড়া। শুভেচ্ছা জানিয়েছে আলিয়া ভাটও। এদিকে হৃতিক রোশন লিখেছেন, ‘ঐতিহাসিক! ভারতীয় সিনেমার জন্য গর্বের এবং আনন্দের মুহূর্ত। ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’ এবং ‘আরআরআর’-এর টিমকে অনেক শুভেচ্ছা।’
কঙ্গনা রানাওয়াত লিখেছেন, ‘গোটা ভারতবর্ষকে শুভেচ্ছা জানাই। জাতির মধ্যে ভেদাভেদ এনে শোষণ, শাসন, হত্যা, ঔপনিবেশিকতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এই গল্প যেভাবে বিশ্বমঞ্চে সমাদৃত হচ্ছে, সেটা দেখেই আনন্দ পাচ্ছি। ধন্যবাদ আরআরআর।’
এছাড়াও অস্কার জয়ে দুটি চলচ্চিত্রের নির্মাতা ও কলাকুশলীদের শুভেচ্ছায় ভাসাচ্ছেন ফারহান আখতার, অক্ষয় কুমার, সালমান খান, অনুপম খের সহ বলিউড ও অন্যান্য ইন্ডাস্ট্রির তারকারা।
১২ মার্চ লস অ্যাঞ্জেলসে আয়োজিত ৯৫তম অস্কার অনুষ্ঠানে সেরা মৌলিক গানের জন্য অস্কার পুরস্কার ঘরে তোলে ‘আরআরআর’ চলচ্চিত্র থেকে ‘নাটু নাটু’ গানটি। অপরদিকে সেরা শর্ট ডকুমেন্টারি ফিল্ম এর অস্কার ঘরে আনে ভারতীয় তথ্যচিত্র ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।