আন্তর্জাতিক ডেস্ক : আজও পৃথিবীতে এমন অনেক রহস্য রয়েছে, যা সমাধান করা যায়নি। বিজ্ঞানীরাও সেসব রহস্য বের করতে ব্যর্থ হয়েছেন। এই প্রতিবেদনে এমনি একটি রহস্যময় পুলের কথা বলা হয়েছে, যার সম্পর্কে জানলে আপনি অবাক হতে পারেন। ঈশ্বরসৃষ্ট এই পৃথিবীতে হাজারো রহস্য লুকিয়ে আছে। এই পুলেও রয়েছে এমনই এক রহস্য।
এই পুল সম্পর্কে কথিত আছে যে, এর সামনে হাততালি দিলেই জল আপনা-আপনি বাড়তে থাকে। এই পুলটি ঝাড়খণ্ডের বোকারো শহর থেকে ২৭ কিলোমিটার দূরে অবস্থিত। এই কোনটির নাম ‘দালাহি কুণ্ড’। হাততালি দিয়ে পুলের জল ওপরে ওঠার রহস্য সমাধানের জন্য বিজ্ঞানীরা বহুবার চেষ্টা করেছেন, কিন্তু সফলতা পাননি।
এই অলৌকিকতার কারণে দূর-দূরান্ত থেকে মানুষ এই পুলটি দেখতে আসেন। দালাহি কুণ্ড ভারতের বিখ্যাত কুণ্ড গুলির মধ্যে একটি। প্রতিবছর মকর সংক্রান্তিতে এখানে বড় মেলার আয়োজন করা হয়। এই কুণ্ডটি ভগবান দালাহি গোসাইয়েরর উপাসনালয়।
দালাহি কুণ্ডের একটি আশ্চর্য বৈশিষ্ট্য হলো এর জল ঋতু বিপরীতে পরিবর্তন হতে থাকে। অর্থাৎ কুণ্ডের জল গ্রীষ্মকালে শীতল এবং শীতকালে উষ্ণ থাকে। এই কুণ্ডের জলে স্নান করলে চর্মরোগ ছেড়ে যাই বলে বিশ্বাস করা হয়। তবে ভূতাত্বিকরা এ সম্পর্কে বলেন যে, এর জলে যদি চর্মরোগ সেরে যায় তার মানে এতে সালফার ও হিলিয়াম গ্যাস রয়েছে।
এই কুণ্ড নিয়ে এখনো পর্যন্ত অনেক গবেষণা হয়েছে। এর জল কোথা থেকে আসে আর কোথায় যায় তাও কেউ জানে না। কিছু গবেষকের মতে, এর জল গর্গা নদীতে যায়। এই কুণ্ডের প্রতি মানুষের অগাধ বিশ্বাস আছে। এই জলে স্নান করলেই সকলের মনোবাঞ্ছা পূরণ হয় বলেও তাদের বিশ্বাস। এর জল পরিষ্কার ও ঔষধিগুণে পরিপূর্ণ।
এই কুণ্ডে খুবই কম জল থাকে। তাই হাততালি দেওয়ার সাথে সাথে তরঙ্গ উৎপন্ন হয়। এসব তরঙ্গের কারণে সৃষ্ট কম্পনের জল উপরের দিকে উঠে যায়। ডালাহি কুণ্ডের চারপাশে এখন কংক্রিটের দেওয়াল তৈরি করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।