আন্তর্জাতিক ডেস্ক : বিজ্ঞান যতই উন্নতির পথে এগিয়ে চলুক না কেন, প্রকৃতির কাছে খুবই নগণ্য হিসেবে দেখা যায়। বলতে গেলে মানুষ চাঁদে পৌঁচেছে কিন্তু পৃথিবীর এমন অনেক রহস্য রয়েছে যা কখনো ভেদ করা সম্ভব হয়নি। বিশ্বের এমন অনেক রহস্যময় জায়গা তৈরি হয়েছে যেগুলি দেখে মানুষ এখনো দাঁতের নিচে আঙুল চেপে রাখে।
ভারতে এমনই একটি পুকুর রয়েছে যার রহস্য এখনো অমীমাংসিত। আপনি যদি হাততালি দেন তাহলে এর জল নিজে থেকেই উথাল পাতাল করতে শুরু করবে। এই রহস্যময় পুকুরটির নাম দালাহি কুন্ড। এটি ঝাড়খণ্ডের বোকারো শহর থেকে ২৭ কিলোমিটার দূরে অবস্থিত।
এই পুকুরের সামনে হাততালি দিলেই জল উপর দিকে আসতে শুরু করে। এটা দেখে মনে হয় যেন জল ফুটছে। এই পুকুরে রহস্য আজও উদঘাটন করা সম্ভব হয়নি। দূরদুরান্ত থেকে মানুষ আসেন এই পুকুর দেখতে। এই পুকুরের জল গ্রীষ্মকালে শীতল এবং শীতকালে উষ্ণ। বিশ্বাস করা হয়, এই জলে স্নান করলে চর্মরোগ নিরাময় হয়।
বিজ্ঞানীরা পুকুরটির জল পরীক্ষা করে দেখেছেন, এই জলে সালফার ও হিলিয়াম থাকে যে কারণে চর্মরোগ চলে যায়। বিজ্ঞানীরা অনেক গবেষণা করে দেখেছেন হাততালি দিলেই শব্দ তরঙ্গের কম্পনের ফলে জল উপর দিকে আসতে শুরু করছে।
প্রতিবছর মকর সংক্রান্তিতে এই স্থানে বিশেষ মেলা বসে। এই রহস্যময় পুকুরটির দেবতা দালাহির পূজা করা হয়। প্রতি রবিবার এখানে পূজা হয়। এই পুকুরটির প্রতি মানুষের অগাধ বিশ্বাস রয়েছে। এই জলের স্নান করে যা কিছু চাওয়া হয় তাই পূরণ হয় বলে মানুষে দাবি করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।