বিনোদন ডেস্ক :এ বছর ভারতের সবচেয়ে জনপ্রিয় তারকাদের একটি তালিকা প্রকাশ করেছে চলচ্চিত্রের সবচেয়ে বড় অনলাইন তথ্যভাণ্ডার ইন্টারনেট মুভি ডেটাবেজ (আইএমডিবি)। তালিকার শীর্ষে আছেন বলিউড তারকা শাহরুখ খানের নাম।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, বুধবার প্রকাশ করা তালিকাটি নির্ধারিত হয়েছে বিশ্বব্যাপী আইএমডিবিতে মাসে ২০০ মিলিয়নেরও বেশি দর্শকদের আইএমডিবির পেজ দেখার ওপর ভিত্তি করে।
এই তালিকায় প্রথম স্থানে আছেন শাহরুখ খান। ২০২৩ সালটি শাহরুখেরই ছিল। ‘পাঠান’, ‘জওয়ান’-এর দুর্দান্ত সাফল্যের পর এ বছরই আসছে ‘ডানকি।’
এরপর দ্বিতীয় স্থানে আছে আলিয়া ভাটের নাম। এ বছর মুক্তি পাওয়া ‘রকি অর রানি কি প্রেম কাহানি’ বক্স অফিসে ব্যবসা সফল হয়েছে। প্রশংসা পেয়েছে আলিয়ার প্রথম হলিউড সিনেমা ‘হার্ট অব স্টোনস’।
তৃতীয় স্থানে আছেন দীপিকা পাডুকোন। ‘পাঠান’ ও ‘জওয়ান’-এ শাহরুখের সঙ্গে তার রসায়ন মন কেড়েছে দর্শকের। বিশেষ করে ‘জওয়ান’ ছবিতে তার ক্যামিও ছাপিয়ে গিয়েছে নয়নতারার পারফরমেন্সকেও।
এরপর আছেন ওয়ামিকা গাব্বি, নয়নতারা, তামান্না ভাটিয়া, কারিনা কাপুর খান, সোবিতা ধুলিপালা, অক্ষয় কুমার ও বিজয় সেতুপতি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।