বিনোদন ডেস্ক : বলিউডের অন্যতম বিখ্যাত পরিচালক সিদ্ধার্থ আনন্দ, যিনি ব্যাং ব্যাং সিনেমার মতো সুপারহিট সিনেমা আমাদের উপহার দিয়েছেন। সেই পরিচালক বর্তমানে আরো একবার খবরের শিরোনামে উঠে এসেছেন আসন্ন ছবি পাঠান- এর জন্য।
এই সিনেমার হাত ধরে বহুদিন বাদে আরো একবার বড় পর্দায় ফিরে আসতে চলেছেন অভিনেতা শাহরুখ খান। সম্প্রতি এই সিনেমার স্পেনের শুটিং শেষ করা হল। আরিয়ানের গ্রেপ্তারের জন্য কিছুদিন স্থগিত ছিল শুটিং। বড় ছেলের জামিনের পর আরো একবার শুটিং শুরু করেছিলেন কিং খান।
এই সিনেমাকে নিয়ে ভীষণভাবে প্রত্যাশা অভিনেতা সহ পরিচালকের। এই সিনেমাকে ভারতের সবথেকে বড় ইভেন্ট ফিল্ম বানাতে চলেছেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ। এই সিনেমা সম্পর্কে কিছু তথ্য জানার জন্য এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন। এই সিনেমা সম্পর্কে পরিচালক সিদ্ধার্থ আনন্দ বলেছেন, সিনেমায় স্পেনের শুটিং নিয়ে আমরা ভীষণ ভাবে উত্তেজিত।
সিনেমায় অনেকটা সময় স্পেনে দেখানো হবে। এটি এমন একটি চলচ্চিত্র যেটি বড় পরিসরে নির্মিত করা হচ্ছে। ছবিটি দর্শকদের জন্য একটি ভিজুয়াল ট্রিট হতে চলেছে। কোন সমস্যা ছাড়াই আমরা শেষ পর্যন্ত স্পেনে নিজেদের শুটিং সম্পন্ন করতে পেরেছি। আমাদের সকলের জন্য এটি একটি বিশাল প্রাপ্তি।
পরিচালক আরো বলেছেন, আমি একজন পরিচালক হিসেবে সকলকে এই সিনেমাটি দেখার জন্য অনুরোধ করবো। এই সিনেমা আপনার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি পাল্টাতে পারে। সিনেমাটি অদূর ভবিষ্যতে ইতিহাস গড়বে বলে আমার বিশ্বাস।
প্রসঙ্গত, সিনেমাতে মুখ্য চরিত্রে শাহরুখ খান ছাড়াও অভিনয় করবেন দীপিকা পাডুকোন এবং জণ আব্রাহাম। আগামী বছরের ২৫ জানুয়ারি এই সিনেমাটি মুক্তি পাবে। আপাতত সেদিকেই তাকিয়ে রয়েছে শাহরুখ ভক্তরা।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News , Twitter(X) , Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel