Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তরাঞ্চলে আগামী সপ্তাহে তাপমাত্রা নামতে পারে মাইনাস ৪ ডিগ্রিতে। একজন আবহাওয়াবিদ এই পূর্বাভাস দিয়েছেন।
দেশটির বেসরকারি আবহাওয়া বিষয়ক সংস্থা ‘লাইভ ওয়েদার অব ইন্ডিয়া’র প্রতিষ্ঠাতা নবদ্বীপ দাহিয়্যা জানিয়েছেন, ১৪ থেকে ১৯ জানুয়ারি তাপমাত্রা আরও কমবে। ১৬ থেকে ১৮ জানুয়ারি সর্বনিম্ন পর্যায়ে পৌঁছাবে এই তাপমাত্রা।
ভারতের আবহাওয়া দপ্তরও জানিয়েছে, আগামী শনিবার থেকে দিল্লি ও এর চারপাশের এলাকায় তাপমাত্রা আরও কমতে পারে।
দাহিয়্যা টুইটে লিখেছেন, ‘জানুয়ারির আগামী কয়েকদিন হবে তীব্র ঠাণ্ডা। এটাই হতে পারে ২১ শতকে ভারতের ইতিহাসের সর্বোচ্চ ঠাণ্ডা জানুয়ারি।’
সূত্র: এনডিটিভি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।