স্পোর্টস ডেস্ক : ওয়ানডে সিরিজ খেলার লোভ দেখিয়ে আফগানিস্তানের ক্রিকেটার ও ভক্তদের মন ভেঙেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এখন কথা রাখতে, আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলার সময় বের করতে পারছে না বিসিসিআই।
জুনের ২০ থেকে ৩০ তারিখের মধ্যে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে চেয়েছিল ভারত। ওই সিরিজ নিয়ে আফগানিস্তানের ক্রিকেটাররা এবং দেশটির বোর্ড উচ্ছ্বসিত ছিল। জুনের শেষে বাংলাদেশের বিপক্ষে আফগানদের ওয়ানডে এবং টি-২০ সিরিজে ব্যস্ত থাকার কথা ছিল।
কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) অনুরোধ করে আফগানিস্তান বোর্ড ওই ওয়ানডে ও টি২০ সিরিজের সূচিতে পরিবর্তন আনে। জুনের শেষে ঈদুল আযহা হওয়ায় আফগান বোর্ডের অনুরোধ মেনে জুলাইয়ের প্রথম সপ্তাহে তাদের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলতে রাজি হয় বিসিবি।
এখন ভারতীয় বোর্ড জুনে ওই সিরিজ খেলা সম্ভব হবে না বলে জানিয়েছে। বিসিসিআই সেক্রটারি জয় শাহ জানিয়েছেন, সময় হলে ঘরের মাঠে অনুষ্ঠিত বিশ্বকাপের আগে তারা আফগানদের বিপক্ষে সিরিজটি খেলার চেষ্টা করবেন।
শনিবার বিশেষ সাধারণ সভা শেষে বিসিসিআই-এর সেক্রেটারি জয় শাহ বলেছেন, ‘এই বছর বিশ্বকাপের আগে আমরা (আফগানদের বিপক্ষে) সিরিজটি খেলার চেষ্টা করবো।’ এর আগে ৭-১১ জুনের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পরে এবং জুন-আগস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট, ওয়ানডে ও টি-২০ সিরিজের আগে সিরিজটি আয়োজন করতে চেয়েছিল বিসিসিআই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।