আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধের কারণে ইউক্রেন সরবরাহ বন্ধ করে দিয়েছে। স্থানীয় বাজারেও ভোজ্য তেলের দাম বৃদ্ধি পেয়েছে। তাই রাশিয়ার কাছ থেকে রেকর্ড উচ্চ মূল্যে সুর্যমুখীর তেল কিনছে ভারত। এই শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট ৫ জন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, রেকর্ড উচ্চ মূল্যে রাশিয়ার কাছ থেকে ৪৫ হাজার টন সূর্যমুখীর তেল কেনার চুক্তি হয়েছে ভারতের। এই তেলের চালান আসার কথা রয়েছে এপ্রিলে। ওদিকে ইন্দোনেশিয়া তার পামওয়েল সরবরাহে বিধিনিষেধ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। দক্ষিণ আফ্রিকায় সয়াবিন উৎপাদন কম হয়েছে।
এ অবস্থায় রাশিয়ার কাছ থেকে সূর্যমুখীর তেল আমদানি করে বিশ্বের সবচেয়ে বড় ভোজ্য তেলের আমদানিকারকদের সঙ্কট কিছুটা সহনীয় হতে পারে।
জেমিনি এডিবলস অ্যান্ড ফ্যাটস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ চৌধুরী বলেছেন, ইউক্রেন থেকে জাহাজে তেল লোড করা সম্ভব নয়। তাই ক্রেতারা সরবরাহ রাশিয়া থেকে পাওয়ার চেষ্টা করছে। রাশিয়ার কাছ থেকে সুর্যমুখীর ১২ হাজার টন তেল এপ্রিলে পাওয়ার চুক্তি করেছে তার কোম্পানি। তেল শোধনকারীরা অশোধিত সূর্যমুখীর তেল প্রতি টন রেকর্ড ২১৫০ ডলারে কিনেছে। এর মধ্যে রয়েছে তেলের দাম, ইন্স্যুরেন্স খরচ এবং জাহাজ ভাড়া। যুদ্ধ শুরুর আগে এই দাম পড়তো টনপ্রতি ১৬৩০ ডলার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।