এক নো বলের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেল ভারত (ভিডিওসহ)

স্পোর্টস ডেস্ক : মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ থেকে বিদায় ঘটে গেছে ভারতের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩ উইকেটের রুদ্ধশ্বাস পরাজয় বরণ করতে হয়েছে তাদের। শুধু এই লাইন দিয়ে ম্যাচের আমেজটা বোঝানো যাবে না। রুদ্ধশ্বাস শেষ ওভার।

খেলা যেকোনো দিকে হেলে যেতে পারত। কিন্তু একটি নো বলের জেরে ম্যাচ জিতে নিল দক্ষিণ আফ্রিকা। সেই নো বল করেন ভারতের খলনায়িকা দীপ্তি শর্মা।

ভারতের ২৭৪ রান তাড়ায় নেমে জয়ের জন্য শেষ দুই বলে প্রোটিয়াদের প্রয়োজন ছিল ৩ রানের। দীপ্তি শর্মার বলে ছক্কা মারার চেষ্টা করেন ডুপ্রিজ। কিন্তু তার শট লং অনে জমা পড়ে হরমনপ্রীতের হাতে। ভারতীয় শিবিরে উল্লাস। হতাশ হয়ে সাজঘরের দিকে যাচ্ছিলেন ডুপ্রিজ। তখনই তাকে থামতে বলেন ফিল্ড আম্পায়ার। থার্ড আম্পায়ারের সঙ্গে কথা বলার পর তিনি ‘নো বল’ ডাকেন। এ সময় টিভি রিপ্লে দেখে ধারাভাষ্যকাররা বলছিলেন, থার্ড আম্পায়ার খুব কঠিন সিদ্ধান্ত নিয়েছেন।

তাসকিনের জন্য এবার ক্ষতিপূরণ চাইলেন মাশরাফি

বোলার বল করার মুহূর্তে তার পায়ের কিছু অংশ লাইনের পেছনে থাকতে হবে। সেটা না হলে আম্পায়ার নো ডাকেন। ক্রিকেটের নিয়মে মাটি স্পর্শ না করে ক্রিজের ওপরে পা থাকলেও সেটা বৈধ বল নয়। এ ক্ষেত্রে দীপ্তির পায়ের শেষাংশ ক্রিজের ওপরেই ছিল। পঞ্চম বৈধ বলটিতে আসে আরো ১ রান। যে কারণে জয়ের জন্য শেষ বলে প্রোটিয়াদের প্রয়োজন হয় ১ রানের। ডুপ্রিজ মিড উইকেটে বল পাঠিয়ে দলকে জিতিয়ে দেন।

আইপিএলের প্রথম ম্যাচেই দ্রাবিড়-শচীনের রেকর্ড ভাঙলেন ধোনি