স্পোর্টস ডেস্ক : আইসিসি টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ মুখোমুখি হয়েছে ভারত ও ইংল্যান্ড। হাই ভোল্টেজ ম্যাচটি বৃষ্টির কারণে দেরিতে শুরু হয়। এরপর খেলা শুরু হলেও বৃষ্টির কারণে পুনরায় খেলা বন্ধ হয়েছে।
গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে বৃষ্টিতে প্রথম দফায় খেলা বন্ধের আগে ৮ ওভারে দুই উইকেটে ৬৫ রান সংগ্রহ করেছে ভারত।
আজ ফাইনালে ওঠার লড়াইয়ে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। ব্যাট করতে নেমে ৯ রানেই আউট হন বিশ্বকাপজুড়ে ধুঁকতে থাকা বিরাট কোহলি। রিশাভ পান্টও আজ ৪ রানের বেশি করতে পারেননি।
অবশ্য রোহিত শর্মা ও সূর্যকুমার যাদবের ব্যাটে ভালোভাবেই এগোচ্ছে ভারত। তবে কোনো দলই এখন পর্যন্ত ম্যাচে আলাদাভাবে এগিয়ে নেই। রোহিত ৩৭ ও সূর্য ১৩ রানে ব্যাট করছেন। রিস টপলি ও স্যাম কুরান একটি করে উইকেট নিয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।