জুমবাংলা ডেস্ক : ভারত দক্ষিণ এশিয়ার বৃহত্তম রাষ্ট্র। এর পশ্চিম সীমান্তে পাকিস্তান উত্তর-পূর্বে চীন, নেপাল, ও ভূটান এবং পূর্বে বাংলাদেশ, মায়ানমার ও মালয়েশিয়া অবস্থিত। সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গিতে ভারত একটি বহুধর্মীয়, বহুভাষিক, ও বহুজাতিক রাষ্ট্র। কিন্তু ভারতকে ইংরাজিতে বলা হয় ‘ INDIA’ । আপনারা জানেন কি এই ‘INDIA’ র পুরো কথা কী (India`s Full Form)?
১) প্রশ্নঃ জানেন কোন প্রাণীর রক্ত নীল? উত্তরঃ অক্টোপাসের রক্তে হিমোসায়ানিন-এর কারণেই রক্তের রং নীল। ২) প্রশ্নঃ বিশ্বের কোন দেশটিতে কোন সাপ পাওয়া যায় না? উত্তরঃ গোটা বিশ্বের মধ্যে নিউজিল্যান্ড এবং আয়ারল্যান্ডে কোনো সাপ পাওয়া যায় না। ৩) প্রশ্নঃ ভারতে একটি ১০ টাকার কয়েন তৈরিতে কত টাকা খরচ হয়? উত্তরঃ ভারতে একটি ১০ টাকার কয়েন তৈরিতে ৫ টাকা ৫৪ পয়সা খরচ হয়।
৪) প্রশ্নঃ এমন কি যা সব সময় আসছে, কিন্তু এসে পৌঁছায় না? উত্তরঃ আগামীকাল। ৫) প্রশ্নঃ কোন পাহাড়টি প্রতিদিন তার রং পরিবর্তন করে? উত্তরঃ অস্ট্রেলিয়ার ‘আয়ার্স রক’ প্রতিদিন তার রং পরিবর্তন করে। ৬) প্রশ্নঃ কোন পাখিটি ২৪০ মাইল বেগে উড়তে পারে? উত্তরঃ পেরিগ্রেন ফ্যালকন নামে পাখিটি ২৪০ মাইল বেগে উড়তে পারে। ৭) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যে প্রতি বছর বিয়ের জন্য মেয়েদের মেলার আয়োজন করা হয়? উত্তরঃ ভারতের বিহারে প্রতি বছর বিয়ের জন্য মেয়েদের মেলার আয়োজন করা হয়।
৮) প্রশ্নঃ বিশ্বে আনুমানিক কতজন মানুষ বামহাতি? উত্তরঃ বিশ্বের ১১ শতাংশ মানুষ বামহাতি। ৯) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যে একটি ভাসমান পার্ক রয়েছে? উত্তরঃ ভারতের মনিপুরে একটি ভাসমান পার্ক রয়েছে। ১০) প্রশ্নঃ দেশের কোন গ্রামে মহিলারা বস্ত্র ছাড়া বাস করে? উত্তরঃ হিমাচল প্রদেশে অবস্থিত মনিকর্ণ গ্রাম (গ্রামের রীতি অনুযায়ী বেশ কয়েকদিন বস্ত্র ছাড়াই থাকতে হয়)।
১১) প্রশ্নঃ কোন শহরকে কুস্তিগীরদের শহর বলা হয়? উত্তরঃ কোলাপুর, মহারাষ্ট্রকে কুস্তিগীরদের শহর বলা হয়। ১২) প্রশ্নঃ কোন প্রাণীটির দুঃখের সময় লাল রঙের ঘাম ফেলে? উত্তরঃ জলহস্তী দুঃখের সময় লাল রঙের ঘাম ফেলে। ১৩) প্রশ্নঃ কোন ফুলের ওজন প্রায় ১০ কেজি পর্যন্ত হতে পারে? উত্তরঃ র্যাফ্লেসিয়া আর্নল্ডি নামের এই ফুলের ওজন প্রায় ১০ কেজি পর্যন্ত। এটি বিশ্বের সবচেয়ে বড় ফুল।
১৪) প্রশ্নঃ ভারতের কোন জায়গায় নৃত্যরত হরিণ পাওয়া যায়? উত্তরঃ ভারতের মনিপুরে নৃত্যরত হরিণ পাওয়া যায়। ১৫) প্রশ্নঃ ভারতবর্ষে বাস করেন, আর ‘INDIA’-র পূর্ণরূপ কী জানেন? উত্তরঃ ‘INDIA’-র পূর্ণরূপ হল — Independent National Democratic Intelligent Area.
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।