ঘরের মাঠে ইংল্যান্ডকে যত টার্গেট দিল ভারত

ভারত ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক : আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ২৯তম ম্যাচে মুখোমুখি হয়েছে স্বাগতিক ভারত ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড। হাই ভোল্টেজ ম্যাচে আগে ব্যাট করে ইংল্যান্ডকে ২৩০ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে স্বাগতিক দল।

ভারত ইংল্যান্ড

লক্ষ্ণৌয়ে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। আগে ব্যাট করতে নেমে ভারত পড়ে ব্যাটিং বিপর্যয়ে। দুই ওপেনার রোহিত শর্মা ও শুবমান গিল ঝড়ো শুরুর ইঙ্গিত দিলেও দলিও ২৬ রানে প্রথম উইকেটের পতন ঘটে।

ওয়ান ডাউনে নামা বিরাট কোহলি ৯ বল মোকাবেলা করেও খুলতে পারেননি রানের খাতা। শ্রেয়াস আইয়ারও ৪ রান করে বিদায় নেন। দলীয় ৪০ রানে ৩ উইকেট হারিয়ে দল যখন চাপে, তখন হাল ধরেন অধিনায়ক রোহিত। লোকেশ রাহুলকে নিয়ে চতুর্থ উইকেটে গড়েন ৯১ রানের পার্টনারশিপ।

৫৮ বলে ৩৯ রান করে রাহুল বিদায় নিলে দুজনের জুটি ভাঙে। এরপর সূর্যকুমার যাদবকে নিয়ে দেখেশুনে খেলছিলেন রোহিত, হাঁটছিলেন শতকের পথে। তবে ১৩ রানের আক্ষেপ নিয়ে সাজঘরে ফিরতে হয় তাকেও। বিদায় নেওয়ার আগে ১০১ বলের মোকাবেলায় ১০টি চার ও ৩টি ছক্কায় ৮৭ রান করেন রোহিত। এরপর সূর্যকুমার রানের চাকা সচল রাখার চেষ্টা করলেও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ভারত।

সালমান খান-রোনালদো একসঙ্গে ‘বক্সিং’ দেখলেন

সূর্য কুমার ৪৭ বলে ৪৯ রান করে সাজঘরে ফিরলে শেষদিকে আর কেউ চাহিদা অনুযায়ী রান তুলতে পারেননি। শেষপর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৯ রান দাঁড়ায় ভারতের সংগ্রহ। ইংল্যান্ডের পক্ষে ডেভিড উইলি তিনটি এবং ক্রিস ওকস ও আদিল রশিদ দুটি করে উইকেট শিকার করেন।