রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানির রেকর্ড ভারতের

রুশ জ্বালানি

আন্তর্জাতিক ডেস্ক : তুলনামূলক সাশ্রয়ী দামের কারণে ভারত গত মাসে রাশিয়া থেকে রেকর্ড পরিমাণ জ্বালানি তেল আমদানি করেছে। দেশটিতে রুশ জ্বালানি তেলের আমদানি দৈনিক ২১ লাখ ব্যারেলে পৌঁছেছে। অন্যদিকে সৌদি আরব থেকে আমদানি ১০ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে চলে গেছে। বাণিজ্য সূত্র ও পরিবহন সংস্থাগুলো এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স।

রুশ জ্বালানি

রুশ জ্বালানি তেলের অন্যতম আমদানিকারক দেশ চীন। সম্প্রতি দেশটিতে জ্বালানি তেলের চাহিদা কমে গেছে। এ অবস্থায় বিক্রি বাড়াতে মূল্যছাড় দিয়েছে রাশিয়া। ফলে ভারতে রুশ জ্বালানি তেলের আমদানি বেড়েছে।

প্রকাশিত তথ্যানুসারে, ভারত জ্বালানি তেল আমদানি ও ব্যবহারে বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ। কয়েক বছরে দেশটিতে তেল রফতানিতে শীর্ষে আছে রাশিয়া। এর পরই ইরাক ও সৌদি আরবের অবস্থান। এরমধ্যে দেশটিতে রুশ জ্বালানি তেলের আমদানি ও ব্যবহার আরো বেড়ে গেল। একই মানের তেল অন্য উৎস, বিশেষ করে মধ্যপ্রাচ্য থেকে কিনতে গেলে ভারতকে আরো বেশি অর্থ গুনতে হতো।

এদিকে মে মাসে দ্বিতীয়বারের মতো জ্বালানি তেলের দাম (টার্ম প্রাইস) বাড়িয়েছে সৌদি আরবের রাষ্ট্রীয় পেট্রোলিয়াম ও গ্যাস কোম্পানি আরামকো। ফলে ভারতে গত মাসে দেশটি থেকে অপরিশোধিত জ্বালানি তেল আমদানি ১০ মাসের মধ্যে সবচেয়ে কমে গেছে। ভারত গত মাসে সৌদি আরব থেকে দৈনিক ৫ লাখ ৮ হাজার ৫০০ ব্যারেল জ্বালানি তেল আমদানি করেছে, যা আগের মাসের তুলনায় ১৬ দশমিক ৪ শতাংশ কম।

অন্যদিকে দেশটি ইরাক থেকে ১০ লাখ টন আমদানি করেছে, যা আগের মাসের তুলনায় ২২ দশমিক ২ শতাংশ বেশি। এর বাইরে গত মাসে ভারতীয় পরিশোধন কেন্দ্রগুলোয় যুক্তরাষ্ট্র থেকে দৈনিক ১ লাখ ৭৬ হাজার ব্যারেল জ্বালানি তেল সরবরাহ করা হয়েছে।

এদিকে ভারতের মোট জ্বালানি তেল আমদানিও বেড়েছে বলে জানা গেছে। প্রকাশিত তথ্যমতে, দেশটি মে মাসে দৈনিক ৫১ লাখ ব্যারেল জ্বালানি তেল আমদানি করেছে, যা এপ্রিলের তুলনায় ৫ দশমিক ৬ শতাংশ বেশি। এর মধ্যে রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানি এপ্রিলের তুলনায় ১৪ দশমিক ৭ ও গত বছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ৯ শতাংশ বেড়েছে।

ভারতীয় একটি পরিশোধন কেন্দ্রের একজন কর্মকর্তা জানান, চীনের চাহিদা কমে যাওয়ায় মে মাসে রাশিয়া থেকে তুলনামূলক কম দামে জ্বালানি তেল আমদানি করা সম্ভব হয়েছে। ফলে রুশ জ্বালানি তেলের আমদানিও বেড়েছে।

বুধবার যেসব এলাকায় বন্ধ থাকবে ব্যাংক

ভারতের বেসরকারি পরিশোধন কেন্দ্র রিলায়েন্স ইন্ডাস্ট্রি ও নায়াগ্রা এনার্জি রাশিয়ার তেল কেনার জন্য চুক্তি স্বাক্ষর করেছে। অন্যদিকে স্পট মার্কেট থেকে রুশ জ্বালানি তেল ক্রয় করছে দেশটির রাষ্ট্রীয় কোম্পানি ইন্ডিয়ান অয়েল করপোরেশন, ভারত পেট্রোলিয়াম করপোরেশন ও ম্যাঙ্গলুরু রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যাল।

রুশ জ্বালানি তেলের আমদানি বাড়ায় ভারতে মধ্যপ্রাচ্য ও জ্বালানি তেল রফতানিকারক দেশের সংগঠন ওপেকের অপরিশোধিত জ্বালানি তেলের সরবরাহ কমে যাচ্ছে।